মতামত

আছে দেশ প্রেম, ধর্ম প্রেম

সৈয়দা রাশিদা বারীদ

ল বাজিতে নাই

মন্দ কিছুতেও নাই।
পরিশ্রম করে খাই।
দেশ নিয়েও ব্যবসা করি না
ধর্ম নিয়েও ব্যবসা করি না।
ধর্ম দিয়েছে পুরুষের সুখ
আর নারী লোকের দুখ।
পশুর মতই নারীর ভোগ করে
ইচ্ছা মতো খেদায় এবং রাখে।
পুরুষের দিয়েছে সুযোগ সুবিধা
নারীর দিয়েছে মহা অসুবিধা।
সুবিধাভোগীদের আছে ইন্টারেস্ট
অসুবিধাভোগিদের আন ইন্টারেস্ট।
এমন দল বাজিতে নাই
অন্যায়ও করি না ভাই।
ন্যায় পথে উপার্জন করি
অশ্লীল কর্ম এড়িয়ে চলি।
মানবতা মনুষ্যত্ব না হারিয়ে
বেচেই তো আছি দুঃখ সয়ে।
আমি আল্লাহ নবীর উম্মত,
ন্যায় পথই আমার হিম্মত।
খারাপ পথ বর্জন করে
বেঁচে আছি সুন্দর পথে।
ইনশাল্লাহ আল্লাহ ভরসা,
আল্লাহ ছাড়া সব হতাশা।
করবো না রাজনীতি
ধরবো না খারাপ নীতি।
আল্লাহই মালিক মাওলা
নবীজি অন্তরের সত্তা।
এটাই মায়ের শিক্ষা
আমার বাবার দীক্ষা।
আর কিছুতে নাই দুর্বলতা।
নতুন সাজানো নাটকে নাই
চালাকি চতুরীতেও যাবোনা ভাই।
আছে দেশ প্রেম ধর্ম প্রেম
হোক এটাই জীবনের ফ্রেম।
আমার তোমার সর্বেসর্বা ফ্রেম।
অন্যায় অশ্লীল করবো না।
মন্দ পথে চলবো না।
কোন পীরও ধরবো না।
একাই আল্লাহর পেয়েছি!
পুরোপুরি ধন্য হয়েছি!!

১৭.৪.২০২৫ ইং, রাত সাড়ে ১১টা, বৃহস্পতিবার।

Related Articles

Back to top button