লাজুক গৃহবধূ থেকে রাজনীতিতে যেভাবে খালেদা জিয়ার উত্থান ‘সাতবছর পূর্ণ হলো’ আপসহীন নেত্রীর হার লাইফ হার স্টোরি’

স্টাফ রিপোর্টার : ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’র ; সাতবছর পূর্ণ হলো। বইটির লেখক : মাহফুজ উল্লাহ। ৭০০ পৃষ্ঠার এ বইয়ে লেখক তুলে এনেছেন সাবেক প্রধানমন্ত্রীর গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী সংগ্রাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে কারাবাসসগ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রীর জীবনের অনেক অজানা কথা। ইংরেজি ভাষায় রচিত বইটির নাম ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’।
বিগত ২০১৮ সালে গুলশানের হোটেল লেকশোরে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে : প্রখ্যাত অর্থনীতিবীদ ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, লায়লা এন ইসলাম, নিউ এজ সম্পাদক নুরুল কবির, ইকতেদার কবির, আনোয়ার হাশিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষায় জানমালের অনিরাপদ জেনে বুঝে শোনে ও পিছপা হননি দেশের সুনামধন্য জ্ঞান সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান – দি ইউনিভার্সেল একাডেমি পরিচালক মো : শিহাবউদ্দীন ভূঁইয়া। যখন দেশে
বিএনপি- এমনকি শহীদ জিয়াউর রহমান – খালেদা – তারেক রহমানের নাম মুখে নেয়া মতন তখনকারদিনে কোনধরনের পরিবেশ ছিলোনা। এই অবস্থায় স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে আমি মোহাম্মদ অলিদ তালুকদার ও শিহাবউদ্দীন ভূঁইয়া সরকারের কঠোর নজর দাড়িতে।
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মজীবনী এ বইটি প্রকাশের যে সাহসী উদ্দ্যোগ
হাতে নিয়েছিলাম বলাবাহুল্য বিরল এক দৃষ্টান্ত নজির আমরা দেখিয়েছি।
প্রতিষ্ঠানের পরিচালক শিহাব ভূঁইয়া এই বইটি প্রকাশের ক্ষেত্রে যে পাহাড় সমপরিমাণ চাপসৃষ্টি মুখোমুখি থেকে ও আমরা এ-সব সমস্যার সম্মুখীনের মধ্যে পিছপা না হয়ে সাহসের ভূমিকা পালন করে এসেছি। তখনকারদিনে আমাদের এই সাহসী মনোভাব ও সীদ্ধান্তটা নেওয়ায় সাড়া জ্ঞান সৃজনশীল শিল্পমাধ্যমের মধ্যে আলোচনা সমালোচনা সহ আরও অনেক কিছুই আলোচনায় যুক্ত হয় বাংলাবাজার। এসব কিছুকে পিছনে পেলে বইয়ের লেখক দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ উল্লাহ’র
কথারমূল্য জবানবন্দিকে প্রাধান্য দিতে গিয়ে সম্মান ও মর্যাদার মহত্ত্ব হিসেবে আমরা আমাদের সবকিছুকে
ঝুকিপূর্ণ অবস্থায় জানাশোনার পরে ও আমরা আমাদের দি ইউনিভার্সেল একাডেমি থেকে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আত্মজীবনীকে প্রকাশিত করে দিয়েছি।
এমতাবস্থায় সাতবছর পূর্ণ হলো বইটি প্রকাশের। এই আত্মজীবনী সমগ্র বাংলাদেশের মানচিত্রে এক গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে মনে করি। ব্যক্তি বেগম খালেদা জিয়াই শুধু নয়- এতে গোটা বাংলাদেশের মানচিত্র জড়িয়ে আছে ‘ খালেদা জিয়ার আত্মজীবনী এই বইটিতে।
বইটির লেখক দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক বড়ভাই জনাব মাহফুজ উল্লাহ ও দি ইউনিভার্সেল একাডেমি মহাপরিচালক বন্ধুবর শিহাবউদ্দীন ভূঁইয়া ও দুনিয়া ছেড়ে পরপারে চলে গেলেন। রেখে গেলেন তাদের স্মৃতির আলোকপাত বীরত্বের সাহসীকতার বর্ণনা। সকলের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন উভয় কেই-; জান্নাত বাসি করুন আমিন।
‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ বইয়ে সাংবাদিক মাহফুজউল্লাহ ২০০৭ সালের সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় পর্যন্ত খালেদা জিয়ার জীবনকাল তুলে ধরেছেন। ১৯৪৫ সালে দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল কীভাবে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের স্ত্রী হলেন, স্বামীর মৃত্যুর পর গৃহবধূর দায়িত্ব ছেড়ে নেন বিএনপির গুরুদায়িত্ব নেন—এসবের বর্ণনা আছে বইটিতে।
১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভুত্থ্যানে জিয়াউর রহমান নিহত হন। এরপর প্রায় ৭ মাস পর দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে ১৯৮২ সালে ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। রাজনীতিতে তার আগমন ও ‘আপসহীন’ নেতৃত্ব, সামরিক এরশাদ সরকারের বিরুদ্ধে টানা আট বছরের সংগ্রাম শেষে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার গল্পগুলো তুলে এনেছেন মাহফুজউল্লাহ।
তার লেখা এ বইয়ে বিশেষ প্রাধান্য পেয়েছে সেই সময়ের ঘটনা ও ঘটনার আড়ালের গল্প। ১৯৯১-এর আগে রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং ২০০৬ সাল পরবর্তী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে খালেদা জিয়ার জেলজীবন বইটির বড় অংশজুড়ে রয়েছে।
সাংবাদিক মাহফুজউল্লাহ এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীগ্রন্থ রচনা করেছেন। ওই বইটির নাম ‘প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ: আ পলিটিক্যাল বায়োগ্রাফি’।
মাহফুজউল্লাহ জানান, খালেদা জিয়ার জীবনী ভিত্তিক বইটি তার সর্বশেষ জীবনীগ্রন্থ। এরপর তিনি আর কোনও ব্যক্তির জীবনী নিয়ে লিখবেন না।
“হার লাইফ, হার স্টোরি” বলতে মূলত সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা বেগম খালেদা জিয়ার জীবনী গ্রন্থ বোঝানো হয়, যার ইংরেজি নাম “Begum Khaleda Zia: Her Life, Her Story”। এই বইটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনীর ওপর আলোকপাত করে। এতে তার রাজনৈতিক জীবন, প্রধানমন্ত্রী হিসেবে कार्यकाल, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং ব্যক্তিগত জীবনের নানা অজানা ঘটনা তুলে ধরা হয়েছে।
লেখক: মাহফুজ উল্লাহ
বিষয়: বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম
ভাষা: ইংরেজি
প্রকাশনা: দ্য ইউনিভার্সেল একাডেমি
প্রকাশকাল: ২০১৮ সালে মোড়ক উন্মোচন করা হয়।



