topআন্তর্জাতিক

ঘোষণা ছাড়াই ইউক্রেনে জার্মানির ভাইস চ্যান্সেলর

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: জার্মান ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে গেছেন ৷ জ্বালানি খাত নিয়ে আলোচনার জন্য তার সঙ্গে রয়েছে একটি ছোট ব্যবসায়ী প্রতিনিধি দল৷ সফরে রাজনৈতিক বিষয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, সোমবার সকালে আকস্মিক সফরে কিয়েভ পৌঁছছেন ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক৷ যুদ্ধের পর দেশটির পুনগর্ঠনের ব্যাপারে ইউক্রেনকে আশ্বস্ত করতে এই সফর বলে জানিয়েছেন তিনি৷প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের আলোচনায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে পুনরায় গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে৷ জার্মানির অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা হাবেক জানান, বিনিয়োগের সিদ্ধান্তও এরই মধ্যে নেওয়া হয়ে গেছে অথবা দ্রুত নেওয়া হবে৷এই সফরে তার সঙ্গী হিসেবে জার্মানির একটি ব্যবসায় প্রতিনিধি দলও রয়েছে, যার নেতৃত্বে আছেন ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সিগফ্রিড রুসভুর্ম৷ তিনি বলেন, জার্মানির শিল্পও যে ইউক্রেনের পাশে আছে- এই সফর তারই বার্তা৷
প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর এটিই দেশটিতে হাবেকের প্রথম সফর৷শুরুতে সংশয়ে থাকলেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ভারি সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে জার্মানি৷ সম্প্রতি বার্লিন কিয়েভকে ১৮টি লিওপার্ড-২ যুদ্ধ ট্যাংকও সরবরাহ করেছে৷

Related Articles

Back to top button