topআন্তর্জাতিক

উত্তর আয়ারল্যান্ড নিয়ে ইইউর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আয়ারল্যান্ড নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেক্সিট পরবর্তী বাণিজ্য আইন চুক্তি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি জানিয়েছেন, এ চুক্তি ইইউর সঙ্গে ব্রিটেনের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে।চুক্তি শেষ উইনসরে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি জানিয়েছেন, দুই পক্ষ, ব্রিটেন এবং এর প্রদেশের সঙ্গে ‘যে কোনো ধরনের বাধা’ দূর করতে সম্মত হয়েছে। যা দুই পক্ষেরই রাজনীতিবিদদের ক্ষুব্ধ করেছিল।বাণিজ্য বিষয়ক বাধা দূর করতে সমর্থ হওয়ায় প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশংসা করেছেন ব্যবসায়ীরা। এছাড়া এ চুক্তির পর উরসুলা জানিয়েছে, যদি সুনাকের রাজনৈতিক দল চায় তাহলে ইইউর গবেষণা কার্যক্রমে ব্রিটিশ বিজ্ঞানীদের কাজ করার সুযোগ দেওয়া হবে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য এ চুক্তিটি একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ বিষয়। কারণ তিনি মাত্র চার মাস আগে প্রধানমন্ত্রী হয়েছেন। ঋষি এখন চাইছেন ইইউ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে। তবে তাদের খুশি করতে গিয়ে আবার নিজ দলের বেক্সিটপন্থি সদস্যদেরও ক্ষুব্ধ করতে চান না তিনি।উত্তর আয়ারল্যান্ড প্রটোকলের কারণে তৈরি হওয়া ঝামেলা মেটাতে এ চুক্তি করা হয়েছে। নর্দান আয়ারল্যান্ড প্রটোকল একটি জটিল চুক্তি। গ্রেট ব্রিটেন ইইউ ছাড়ার আগে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু বর্তমানে ব্রিটিশ সরকার বলছে, এটি এখন আর কাজ করছে না।

সূত্র: রয়টার্স

Related Articles

Back to top button