সারাদেশ

জেসিআই ঢাকা ইয়াং এর উষ্ণ ভালোবাসা-২০২৩-এ সিক্ত ৎ স্বজনহীন প্রবীণরা জীবন সায়াহ্নে এসে বৃদ্ধাশ্রমের

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: স্বজনহীনদের সঙ্গে নিয়ে ইংরেজী নববর্ষকে স্বাগতম জনিয়েছে জেসিআই ঢাকা ইয়াং এর সদস্যরা। প্রবীণদের সঙ্গে নিয়ে গল্প-আড্ডায় মেতে উঠেন জেসিআই ঢাকা ইয়াং এর সদস্যগণ। একসাথে দুপুরের খাবার শেষে কেক কেটে উদযাপণ করা হয় উষ্ণ ভালবাসা ২০২৩ নামের এই উদ্যোগটি। ইংরেজি নববর্ষকে স্বাগতম জানিয়ে রাজধানীর উত্তরাস্থ আপন ভূবন নামক এই বৃদ্ধাশ্রমে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। এ সময় আশ্রমে থাকা বৃদ্ধ মায়েদের স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজনীয় উন্নয়ন কাজে সহযোগীতার জন্য ঢাকা ইয়ং এর পক্ষ থেকে আর্থিক শুভেচ্ছা প্রদান করা হয়।জেসিআই ঢাকা ইয়াং ২০২৩ প্রেসিডেন্ট রাবেয়া নাসির অভি তত্ত্বাবধানে এই উদ্যোগের সার্বিক সমন্বয়ে ছিলেন ২০২৩ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সামিয়া রহমান, ব্যবস্থাপনা সহযোগীতায় ছিলেন ২০২৩ ভাইস প্রেসিডেন্ট সামী মাহমুদ খান, রাজন জাহিদ এবং সৌরভ অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের পি আর এন্ড মিডিয়া চেয়ারপার্সন নাজমুল হোসেন সবুজ। আরও উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইয়াং এর ডিরেক্টর নাফিজা রহমান মৌ, নাজমুন নাহার শান্তা, সাধারণ সদস্য ইয়ামিন এ উৎসসহ আরো অনেকে। ঢাকা ইয়াং -এর নব নির্বাচিত প্রেসিডেন্ট রাবেয়া নাসির অভি জানান, “প্রবীণদের দোয়া এবং শুভকামনা নিয়ে নতুন বছর শুরু করার প্রত্যাশায় আমাদের এই উদ্যোগ। তাদের স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় বৃদ্ধাশ্রমের পক্ষও তাদের প্রতিক্রিয়া জানান হয়। একাকিত্ব তাদের সাথে নতুন বছরকে স্বাগত জানিয়ে এমন একটি আনন্দ আয়োজনের জন্য তারা সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন। জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুনদের একটি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান যার প্রধান অফিস যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অবস্থিত। বর্তমানে জেসিআই বাংলাদেশের ৩৫ টিরও বেশী অঙ্গপ্রতিষ্ঠান দেশব্যাপী সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

Related Articles

Back to top button