আন্তর্জাতিক

উত্তর ওয়াজিরিস্তানে বোমা বিস্ফোরণ: নিহত ৩, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে আজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত এবং অপর ৫ জন আহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তান এবং দক্ষিণ ওয়াজিরিস্তান পাকিস্তানের অনিরাপদ এলাকার অন্তর্ভুক্ত। এই এলাকা তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিচরণক্ষেত্র। পাকিস্তানের এক্সপ্রেস নিউজের অনলাইন জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের পার্শ্ববর্তী মিরানশাহ এলাকার ‘সারগারদুন’ স্কোয়ারে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় আত্মঘাতী বোমা হামলাকারী নিজেও নিহত হয়। সন্ত্রাসী ওই বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। পাকিস্তানের সন্ত্রাসবিরোধী বাহিনী ও সেনাবাহিনী বিস্ফোরণস্থল ঘেরাও করে হামলার তদন্তকাজ শুরু হয়েছে।পাকিস্তানের কোনো কোনো মিডিয়া জানিয়েছে, ওই সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল সেনাদের বহনকারী একটি গাড়ি।ইসলামাবাদ সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান বেরিয়ে যাবার দু’সপ্তার মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর পাঁচটি সন্ত্রাসী হামলা হয়েছে। সবচেয়ে বড় হামলাটি হয়েছে কোয়েটায়। পুলিশ পরিবাহী একটি গাড়ির কাছে ওই সন্ত্রাসী বিস্ফোরণে অন্তত ২৭ জন হতাহত হয়েছে।

সূত্র: পার্সটুডে।

Related Articles

Back to top button