বাংলাদেশ

বেনাপোলে ভারতীয় ট্রাক চালকের মাধ্যেমে আসা বাংলাদেশী ২০টি পাসপোর্ট সহ চালক আটক

মসিয়ার রহমান কাজল,বেনাপোল: ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে আসা ২০ টি বাংলাদেশী পাসপোর্ট জব্দ করেছে স্থল বন্দর বেনাপোলের নিরাপত্তা কর্মীরা। শুক্রবার রাত ৯.৩০ (৩ জুলাই) সময় ভারত থেকে ডাব্লিউ বি -২৫ এফ ৪৩১০ নং ট্রাকটি বাংলাদেশের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামানিক এর ব্যাগ তল্লাশি করে ২০ টি বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যায়। যার প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো।

ভারতীয় ট্রাক চালক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামানিকের ছেলে।

বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তা আনসার সদস্যর প্লাটুন কমান্ডার হেলাল উদ্দিন বলেন তাদের কাছে খবর আসে ভারত থেকে একটি ট্রাকে চালকের মাধ্যেমে কিছু বাংলাদেশী পাসপোর্ট আসবে। সেই মোতাবেক আমরা প্রতিটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় ট্রাক তল্লাশি করলে ডাব্লিউ বি -২৫ এফ ৪৩১০ নং ট্রাকের চালক বোচারামের ব্যাগে পাওয়া যায়। যার প্রতিটি ব্যাগে সাইবেরিয়ার ভিসা লাগানো। বিষয়টি বন্দর পরিচালককে সাথে সাথে অবগতি করা হয়েছে। অবৈধ পথে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট ট্রাক চালকের মাধ্যেমে আসার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে।

 

Related Articles

Back to top button