টাইমস ২৪ ডটনেট: উত্তরা আজমপুর ঢাকা ময়মনসিংহের হাইওয়ের পাশে অবস্থিত কসমো ফিলিং স্টেশন অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।
রাজধানী উত্তরায় আজমপুর অবস্থিত কসমো ফিলিং স্টেশন উচ্ছেদ ও গুঁড়িয়ে দেওয়া হয় ।
বৃহস্পতিবার দুপুরে কসমো ফিলিং স্টেশন অভিযান শুরু করে। বিকাল অভিযানটি শেষ হয়।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলা ব্রত কর্মকার উপস্থিত ছিলেন, ১/১ পরিচালক মোঃ হাফিজুর রহমান প স্টেট শাখা উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, অথরাইজড অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, পরিদর্শক মোঃ মুরাদ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।