চলতি সংবাদ

কক্সসবাজার সদর ও ঈদগাঁও উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় হুইপ কমল এমপি : শেখ হাসিনার সরকার গৃহহীন ও ভূমিহীনদের জমিসহ ঘর দিয়ে যাচ্ছেন

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার:কক্সবাজারের নব-গঠিত ঈদগাঁও উপজেলা ও সদর উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আকাঙ্ক্ষা পূরণে দেশের সকল গৃহহীন ও ভূমিহীনদের দুই কাঠা করে জমিসহ ঘর দিয়ে যাচ্ছেন।সেই সঙ্গে জীবন জীবিকার ব্যবস্থাও করে দিচ্ছেন।

তিনি বলেন, আমাদেরকে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে সাধারণ ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে হুইপ কমল বলেন, নির্বাচনে কোন মাদকাশক্ত, ভূমিদস্যু, খারাপ মানুষকে চেয়ারম্যান, মেম্বার না করে একজন প্রকৃত সেবক, ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। তবেই এলাকার মানুষ সুশাসন ও ভালো সেবা পাবে।

শনিবার (২০ এপ্রিল) ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী সম্মেলন কক্ষে এবং সদর উপজেলা পরিষদের
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জাহিদ ইকবাল।
ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজারের স্থানীয় সরকার (ডিডিএলজি)র উপ পরিচালক এস এম ফেরদৌস ইসলাম।
বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম,
ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুর ছিদ্দিক, ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম, সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান চৌধুরী, খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী, ভারুয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য, হুইপ সাইমুম সরওয়ার কমল বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬ তম ব্যাচের এলামনাই এসোসিয়েশনের পারিবারিক উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সাড়ে ৪ টায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত শিশু উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।### ###

Related Articles

Back to top button