topআন্তর্জাতিক

ইউক্রেনের তাপবিদ্যুৎকেন্দ্র ধ্বংসে দায়ী রাশিয়া: ইউক্রেন

টাইমস ২৪ ডটনেট: ইউক্রেনের পূর্ব খারকিভ অঞ্চলে অবস্থিত জেমিভস্কা তাপবিদ্যুৎকেন্দ্র কার্যকরভাবে ধ্বংস করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে ইউক্রেন। এই তাপবিদ্যুৎকেন্দ্রটি পরিচালনাকারী একটি সংস্থা সেন্টারেনারগো তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে সেন্টারেনারগো আরও জানায়, গত ২২ মার্চ রাশিয়ার সেনাবাহিনী খারকিভ অঞ্চলের বৃহত্তম তাপবিদ্যুৎকেন্দ্রগুলোর একটি ধ্বংস করেছে। হামলায় তাপবিদ্যুৎকেন্দ্রের সব ব্লক ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেন্টারেনারগো ওয়েবসাইটে বেশিরভাগ সরঞ্জামের ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য কাজ চলছে বলেও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া এতে ইউক্রেনের জ্বালানিমন্ত্রী রোমান গালুশচেঙ্কোর ক্ষতি মোকাবিলায় দাতাদের সহায়তার প্রতিশ্রুতির কথাও জানিয়েছে ইউক্রেনের তাপবিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী এ সংস্থা।

Related Articles

Back to top button