চলতি সংবাদজাতীয়

পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করা যাবে না

টাইমস ২৪ ডটনেট: পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে কাওরান বাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এ কথা বলেন।
ভোক্তার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘বিক্রেতারা তরমুজ যেভাবে কিনবেন, সেভাবেই বিক্রি করতে হবে। কেউ পিস হিসেবে কিনলে তা কেজি দরে বিক্রির সুযোগ নেই। যিনি কেজি হিসেবে কিনবেন, তিনি কেজি হিসেবে বিক্রি করবেন। তবে এর সপক্ষে পাকা ভাউচার থাকতে হবে। তা না হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।’ তরমুজের দাম অর্ধেকে নেমে আসবে জানিয়ে তিনি বলেন, ‘যদি কেউ কেজি হিসেবে বিক্রি করেন, তাহলে ভোক্তারা যেন সেটা প্রত্যাহার করেন এবং ভোক্তা অধিদফতরকে জানান। ভোক্তা অধিদফতর সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

Related Articles

Back to top button