topআন্তর্জাতিক

সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে বৈশ্বিক সামরিক ব্যয়

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সামরিক ব্যয় ২০২২ সালে সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইউরোপ জুড়ে সামরিক ব্যয়ে তীব্র উল্লম্ফন ঘটায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই বছর বিশ্বে সামরিক খাতে ব্যয় হয়েছিল দুই লাখ কোটি দুই হাজার ৪০০ কোটি ডলার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সোমবার বৈশ্বিক সামরিক ব্যয় সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে বলেছে, টানা অষ্টম বছরে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বেড়েছে। ইউরোপে সামরিক ব্যয় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অন্তত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এসআইপিআরআই জানিয়েছে, এই ব্যয়ের বেশিরভাগই রাশিয়া এবং ইউক্রেনের সাথে যুক্ত ছিল। তবে অন্যান্য দেশগুলোও রাশিয়ার হুমকির প্রতিক্রিয়ায় সামরিক ব্যয় বাড়িয়েছে।
এসআইপিআরআই-এর সামরিক ব্যয় এবং অস্ত্র উত্পাদন কর্মসূচির সিনিয়র গবেষক ন্যান তিয়ান বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক সামরিক ব্যয়ের ক্রমাগত বৃদ্ধি এমন এক চিহ্ন যে আমরা একটি ক্রমবর্ধমান অনিরাপদ বিশ্বে বাস করছি। দেশগুলো একটি অবনতিশীল নিরাপত্তা পরিবেশের প্রতিক্রিয়া হিসাবে সামরিক শক্তি বৃদ্ধি করছে, অদূর ভবিষ্যতে তারা এর উন্নতির প্রত্যাশা করে না।’

Related Articles

Back to top button