চলতি সংবাদবিনোদন

মামলা-পাল্টা মামলায় জড়ালেন চিত্রনায়ক শাকিব ও প্রযোজক রহমত উল্লাহ

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বাংলাদেশে এবার চিত্রনায়ক শাকিব খান এবং তার প্রতিপক্ষ প্রযোজক রহমত উল্লাহ পরষ্পরের বিরুদ্ধে মামলা ও পাল্টা মামলায় জড়ালেন। অর্থাৎ উকিল নোটিস পাওয়ার পরদিনই চিত্রনায়ক শাকিব খান তার প্রতিপক্ষ প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন। এদিনই রহমত উল্লাহর নামে সমন পাঠিয়েছে আদালত। ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে মামলা করেছেন শাকিব। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে এই মামলা করেন তিনি। তার জবানবন্দি শুনে মহানগর হাকিম আরাফাতুল রাকিব মামলা গ্রহণ করে বিবাদী রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। পরে আইনজীবী মো. খাইরুল হাসানকে সঙ্গে নিয়ে আদালতের বাইরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। তিনি বলেন, “আমি মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম। সেখান থেকে মহামান্য আদালতের কাছে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল। আজ আমি আদালতে মামলাটা দায়ের করেছি।শাকিব বলেন, “আদালত সমস্ত কিছু দেখেছেন এবং আমলে নিয়েছেন। আমি আশা করছি মহামান্য আদালতের কাছে ন্যায়বিচার পাব।সমসাময়িক সমস্ত ঘটনা নিয়ে দুই একদিনের মধ্যে একটা প্রেস কনফারেন্স করার কথাও জানান শাকিব।পাঁচ বছর আগে কাজ শুরু হলেও সিনেমাটি এখনও মুক্তি পায়নি। গত ১৫ মার্চ দেশে এসে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। তাতে শাকিব খানের বিরুদ্ধে প্রযোজকের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ করার পাশাপাশি বলা হয়, ২০১৭ সালে সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান, যা নিয়ে মামলাও হয়। শাকিব খান সাংবাদিকদের বলেন, তাতে হেয় করার উদ্দেশ্যে রহমত উল্লাহ এসব অভিযোগ তুলেছেন। রহমত উল্লাহকে ‘প্রতারক-বাটপার’ আখ্যায়িত করে এই চিত্রনায়ক বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।এরপর শাকিব খানের ওই বক্তব্য ‘মানহানিরকর’ দাবি করে সেজন্য ক্ষমা চাইতে এ চিত্রনায়ককে উকিল পাঠান রহমত উল্লাহ। শুটিং করতে ২০১৬ সালের ৩০ আগস্ট অস্ট্রেলিয়ায় যান শাকিব। সেখানে সহ প্রযোজকের সঙ্গে শাকিব যৌনাচার করেছেন বলে রহমতউল্লাহ থানায় অভিযোগ আনেন।এজন্য শাকিবকে হাজতবাসও করতে হয় বলে রহমতউল্লাহ মিডিয়াকে জানান।

Related Articles

Back to top button