খেলাধুলা

বিপিএল নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে, অভিযোগ টিকিট নিয়ে

টাইমস ২৪ ডটনেট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল বসছে বৃহস্পতিবার। এ নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে। ফাইনালের দিন মিরপুরে দর্শকদের ঢল নেমেছে রীতিমতো। যদিও দর্শকদের অনেকে টিকিট নিয়ে অভিযোগ জানাচ্ছেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সামনে কথা হয় আশরাফুল ইসলামের সঙ্গে। চাঁদপুর থেকে ফাইনাল দেখতে আসা এই সমর্থক বলছিলেন, ‘টিকিট নিয়ে কালোবাজারি চলছে ভাই। কাউন্টারে টিকিট নাই। কিন্তু ব্ল্যাকে ৩০০ টাকার টিকিট দ্বিগুণ দামে বিক্রি করছে। ’ সুমন মাহমুদ থাকেন ঢাকার মিরপুরেই। সারা বছরই তিনি স্টেডিয়ামের আশেপাশে থাকেন। তিনিও জানাচ্ছিলেন টিকিট নিয়ে অভিযোগের কথা, ‘আমার প্রিয় দল সিলেট স্ট্রাইকার্স ফাইনালে উঠেছে। ভেবেছিলাম মাশরাফির হাতে ট্রফি নেওয়া দেখবো। কিন্তু মনে হয় না সম্ভব হবে। সব টিকিটই ব্ল্যাকে। ’ সনোয়ার আহমেদ নামের একজন বলছিলেন, ‘বিপিএল ফাইনাল নিয়ে সবার মধ্যেই আগ্রহ আছে। আমার প্রিয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পুরো টুর্নামেন্ট তারা ভালো খেলেছে। তাদের আরও একবার চ্যাম্পিয়ন হতে দেখার জন্য অপেক্ষায় আছি। ’

Related Articles

Back to top button