topআন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ১০

Nagad
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব বুরকিনা ফাসোতে ল্যান্ড মাইন বিস্ফোরণে যাত্রীবাহী বাসে থাকা অন্তত ১০ বেসামরিক নিহতেএবং বেশ কয়েকজন আহত হয়েছে। রাস্তা ধারে পুঁতে রাখা মাইন থেকে বিস্ফোরণ ঘটেছে বলে সোমবার দেশটির সরকার জানিয়েছে। খবর আল-জাজিরার। বাসটি রাজধানী ওয়াগাদুগু থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে ফাদা এন’গৌরমার বাজার শহর থেকে প্রতিবেশী নাইজারের নিকটবর্তী সীমান্ত শহর কান্তচারিতে যাচ্ছিল। আঞ্চলিক গভর্নর কর্নেল হুবার্ট ইয়ামিওগো এক বিবৃতিতে বলেছেন, গাড়িটি রবিবার বিকেলে বোগুই গ্রামের কাছে যাওয়ার সময় একটি মাইনে আঘাত হানে। আহতদের পূর্বের প্রধান শহর ফাদা এন’গৌরমার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাসের বাকি যাত্রীরা নিখোঁজ রয়েছে বলে ইয়ামিওগো জানিয়েছেন। সরকার এলাকার নিরাপত্তা পুনরুদ্ধার করছে এবং নিখোঁজ যাত্রীদের খুঁজে বের করার চেষ্টা করছে। এখন পর্যন্ত এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। তবে ঘটনাস্থলটি যে এলাকায় সেখানে দীর্ঘদিন ধরে সরকার উত্তর আফ্রিকার আল-কায়েদা এবং আইএসআইএল (আইএসআইএস) এর যোদ্ধাদের সঙ্গে লড়াই করে আসছে। আল-কায়েদা এবং আইএসআইএল-এর সঙ্গে জড়িত সহিংসতা দেশটিতে ছয় বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত এবং প্রায় ২০ লাখ বাস্তুচ্যুত হয়েছে। হামলা ঠেকাতে সরকারের অক্ষমতার কারণে এ বছর দুটি অভ্যুত্থান ঘটেছে। প্রতিটি সামরিক নেতাই নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অভ্যুত্থান ঘটিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এর আগে ওগারউ এবং মাটিয়াকোয়ালি গ্রামের মধ্যে আরেকটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনায় পাঁচ সৈন্য আহত হয়।

 

Related Articles

Back to top button