বসত করে তালা মেরে পুত্রবধুকে তাড়িয়ে দিলেন আব্দুর রব গংরা চাঁদা দাবি,হুমকি আদালতে মামলা

মীর সাজু, চরফ্যাশন থেকে: বসত করে তালা মেরে পুত্রবধূকে তাড়িয়ে দিলেন আব্দুর রব গংরা ও চাঁদা দাবি আদালতে মামলা করার ঘটনা ঘটে। তথ্যসূত্রে জানা যায়,গত ১০/৯/২০২৫ইং বুধবার সকাল ১০টায় চরফ্যাশন উপজেলাধীন পূর্ব মাদ্রাজ ৭নং ওয়ার্ডস্হ বাদীনীর স্বামীর বসত বাড়ির পূর্ব ভিটির বসত ঘরে ও উঠানের সামনে। বাদী আকলিমা জানান,আসামিরা দুষ্টু দুর্দান্ত দাঙ্গা হাঙ্গামা কারী অসৎ প্রকৃতির সন্ত্রাস,চাঁদাবাজ আইন কানুনের অবাধ্য, পরের মালামাল লুট করা আসামিদের নেশা ও পেশা আসামিরা করিতে পারে না এমন কোন বেআইনি কাজ নাই। আসামিদের সাথে আমার স্বামীর সম্পত্তি নিয়ে বিরোধ চলিয়া আসিতে থাকায় আসামিরা আমার ও আমার স্বামীর উপর ক্ষিপ্ত হইয়া ঘটনার এক সপ্তাহ আগে আসামি মাকসুদ ও আব্দুর রব আমার ঘরের সামনে উঠানে আসিয়া আমার নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করিয়া চলিয়া যায়। আর যাওয়ার সময় বলে যদি আমার স্বামীর বাড়িতে শান্তিতে বসবাস করিতে হয় তাহলে আমাদেরকে এক লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আমি আসামি মাকসুদ ও আব্দুর রবের দাবীকৃত টাকার কথা অস্বীকার করিয়া আমার পিতার বাড়িতে চলে আসলে সকল আসামিরা আমার ঘরের দরজার তালা বন্ধ করিয়া রাখে। আমি ১০ইং তারিখে আমার বাবার বাড়ি হইতে স্বামীর বাড়িতে গিয়ে দেখি আমার ঘরের তালার সাথে অন্য আরেকটি তালা দেখতে পাই।
তারপরে ঘরের তালা ভাঙ্গিয়া ঘরে প্রবেশ করার সাথে সাথে আসামিরা আমার নিকট পূর্বের দাবীকৃত ও চাঁদার এক লক্ষ টাকা দাবি করলে আমি অস্বীকার করায় মাকসুদ এর নেতৃত্বে অন্য আসামীরা আমার ঘরে অনধিকার প্রবেশ করিয়া আমার ঘরের শোকেস ভাঙ্গিয়া ড্রয়ার হইতে এক ভরি ওজনের হাতের এক জোড়ার স্বর্ণের রুলি দুটি আংটি নগদ ৭৫ হাজার টাকা ও ও আমার ঘরের প্লেট ফ্রিজ ভেঙ্গে ফেলে। আমি বাধা দিতে গেলে আমাকে কিল ঘুষি লাথি ও চুল টেনে ব্যাপক মার ধর করে শরীররে বিভিন্ন জায়গায় ফুলা যখন করে।মাকসুদ আমার কাপড় চোপড় টানা হেচরা করে আমাকে সিলতাহানি করার চেষ্টা করে। পরে আমাকে আমার সন্তানদের সহ বাসা থেকে বের করে দিয়ে বলে আর এই বাসায় আসার চেষ্টা করলে তোকে মেরে ফেলবো এই কথা বলে চলে যায়। তাতেও তারা ক্ষান্ত হননি আকলিমার বাসার দরজায় বেড়া দিয়ে আটকে দেয় যাতে করে সে আসা-যাওয়া করতে না পারে দরজা দিয়ে এবং পুকুর ঘাটলা ভেঙে ফেলে। আকলিমা থানায় লিখিত অভিযোগ করলে কোন প্রতিকার পাইনি। না পেয়ে তিনি আদালতে মামলা করেন।যার মামলা নং সি আর ৭৯২ /২০২৫ চর। ধারা :- দ: বি: ৩২৩/৩৮০/৩৮৫/৪৪৮/৫০৬(খ) /৪২৭দ: বি: