বাংলাদেশ

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নিরাপত্তা স্বার্থে সিসি ক্যামেরা

মো: মনির আকন,টাইমস ২৪ ডট নেট ঢাকা, মতবিনিময় সভা,প্রদান অতিথি ছিলেন হাজী মো: সেলিম মাননীয় সংসদ সদস্য, ঢাকা ৭ আসন বিশেষ অতিথি মো: জাফর হোসেন উপ – পুলিশ কমিশনার, ( অতিরিক্ত ডি আইজি পদে পদোন্নতি প্রাপ্ত লালবাগ বিভাগ,ঢাকা মেট্রো পলিটন পুলিশ, ঢাকা। মোহাম্মদ আলমগীর, কাউন্সিলার, ৩১ নং ওয়াড,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সভাপতি তো করবেন হাজী সৈয়দ মো:বশির উদ্দিন সভাপতি, মৌলি বাজার ব্যবসায়ী সমিতি, ঢাকা আরো অন্যান্য ব্যবসায়ী ভাইয়েরা এলাকার মান্যগণ্য ব্যক্তিরা ছিলেন প্রমুখ, সভাপতি বক্তব্য, বলেন সিসি ক্যামেরা মৌলভীবাজার নিরন্ত্রিত করবে ব্যবসায়ী ভাইদের তাতে অনেক উপকারে আসবে যেমন কোন সন্ত্রাস চাঁদাবাজি চুরি ডাকাতি এসব থেকে ব্যবসায়ী ভাইরা নিরাপদে থাকবে এই বলে সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করেন।

Related Articles

Back to top button