বাংলাদেশ
রাজধানী উত্তরায় রানাভোলা এলাকায় ৬টি ভবন ও ৪টি মিটার জব্দ ২ লাখ জরিমানা জোন- ১/১ রাজউক

টাইমস ২৪ ডটনেট : রাজধানীর উতরা রানাভোলা এলাকায় অভিযান পরিচালনা করে, উন্নয়ন কর্তৃপক্ষ রাজউজ। ৬টি ভবন নকশার বাইরে স্থাপনা নির্মাণের কাজ পরিচালনা করায় উত্তরা ১৭নং সেক্টর এলাকার মোবাইল কোট পরিচালনা রাজউক।
এসময় উপস্থিত ছিলেন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রে
বেলায়েত হোসেন জনান, ৬টি ভবনের বহির্ভূত অংশগুলো ভেঙ্গে দেওয়া হয় ও ৪টি মিটার জব্দ ২ লক্ষ টাকা জরিমান করা হয়। ঢাকাকে বাসযোগ্য করতে নকশা বহির্ভূত সকল ভবনের ক্ষেত্রে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলেও জনান।
এ সময় উপস্থিত ছিলেন, অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস মিয়া, ইমারত পরিদর্শক মুরাদ ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।