বাংলাদেশ

সারাদেশের সাথে একযোগে চরফ্যাশন উপজেলা প্রশাসনের,উদ্যোগে জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা

মীরসাজু , ভোলা চরফ্যাশন থেকে: ২৬ শে জুলাই রোজ শনিবার সকাল সাড়ে দশটার সময় । চরফ্যাশন উপজেলা সম্মেলন কক্ষে ,অনুষ্ঠিত হয় আজকের এই অনুষ্ঠান ।অনুষ্ঠানটি পবিত্র কোরআন ও গীতা পাঠ এর মধ্য দিয়ে শুরু হয়। শুরুতে বক্তব্য রাখেন জনাব মোঃ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। যুগ্ন আহ্বায়ক চরফ্যাশন উপজেলা শাখা । বক্তব্য রাখেন জনাব এমটিআই মাসুদ চৌধুরী, আহ্বায়ক জি ও পি চরফ্যাশন উপজেলা শাখা।

বক্তব্য রাখেন, জনাব মোঃ শফিউল্লাহ শফি ,যুগ্ম সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি চরফ্যাশন উপজেলা শাখা। ও সদস্য , এনসিপি ,ভোলা জেলা । আরও বক্তব্য রাখেন জনাব, মাওলানা আবু ইউসুফ , ইসলামী শাসনতন্ত্র আন্দোলন,চরমোনাই । বক্তব্য রাখেন জনাব মোঃ এনামুল হক রায়হান, জামাত ইসলামী বাংলাদেশ । জনাব আ ন ম ,আমিনুল ইসলাম মিন্টিজ। জাতীয়তাবাদী দল বিএনপি চরফ্যাশন উপজেলা শাখা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ মামুন ,সমাজসেবা অফিস চরফ্যাশন উপজেলা শাখা। অনুষ্ঠানটি আয়োজনে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয় চরফ্যাশন ভোলা ।অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন,জনাব রাশনা শারমিন,মিথি সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার , চরফ্যাশন,।উক্ত অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশের । বর্তমান রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেন ।এবং উত্তরায় বিমান দুর্ঘটনায় ।আহত ও শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয। এবং ঢাকার সাথে একযোগে শপথ বাক্য পাঠ করেন। পরিশেষে সভাপতির অনুমতি ক্রমে,সবার কাজ সমাপ্তি করা হয়।

Related Articles

Back to top button