
মীরসাজু , ভোলা চরফ্যাশন থেকে: ২৬ শে জুলাই রোজ শনিবার সকাল সাড়ে দশটার সময় । চরফ্যাশন উপজেলা সম্মেলন কক্ষে ,অনুষ্ঠিত হয় আজকের এই অনুষ্ঠান ।অনুষ্ঠানটি পবিত্র কোরআন ও গীতা পাঠ এর মধ্য দিয়ে শুরু হয়। শুরুতে বক্তব্য রাখেন জনাব মোঃ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। যুগ্ন আহ্বায়ক চরফ্যাশন উপজেলা শাখা । বক্তব্য রাখেন জনাব এমটিআই মাসুদ চৌধুরী, আহ্বায়ক জি ও পি চরফ্যাশন উপজেলা শাখা।
বক্তব্য রাখেন, জনাব মোঃ শফিউল্লাহ শফি ,যুগ্ম সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি চরফ্যাশন উপজেলা শাখা। ও সদস্য , এনসিপি ,ভোলা জেলা । আরও বক্তব্য রাখেন জনাব, মাওলানা আবু ইউসুফ , ইসলামী শাসনতন্ত্র আন্দোলন,চরমোনাই । বক্তব্য রাখেন জনাব মোঃ এনামুল হক রায়হান, জামাত ইসলামী বাংলাদেশ । জনাব আ ন ম ,আমিনুল ইসলাম মিন্টিজ। জাতীয়তাবাদী দল বিএনপি চরফ্যাশন উপজেলা শাখা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ মামুন ,সমাজসেবা অফিস চরফ্যাশন উপজেলা শাখা। অনুষ্ঠানটি আয়োজনে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয় চরফ্যাশন ভোলা ।অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন,জনাব রাশনা শারমিন,মিথি সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার , চরফ্যাশন,।উক্ত অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশের । বর্তমান রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেন ।এবং উত্তরায় বিমান দুর্ঘটনায় ।আহত ও শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয। এবং ঢাকার সাথে একযোগে শপথ বাক্য পাঠ করেন। পরিশেষে সভাপতির অনুমতি ক্রমে,সবার কাজ সমাপ্তি করা হয়।