চলতি সংবাদ

দক্ষিনখানে রয়েজ ডেভলপার কোম্পানী ১০ নং প্রজেক্ট উদ্বোধন

টাইমস ২৪ ডটনেট: রাজধানী দক্ষিনখান মুজিবুল মার্কেট নয়তলা ভবন প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ৯ তালা ভবনের প্রজেক্ট উদ্বোধন করেন রয়েছে ডেভলপার কোম্পানির চেয়ারম্যান ঠান্ডু শিকদার রয়েস ডেভেলপার কোম্পানির এম ডি রিফাত মনোয়ার শিকদারব্যবস্থাপনা পরিবেশনায় রফিকুল ইসলাম বাবু ও ভবনটি উদ্বোধন করে দোয়া সেন্ডি বিতরণ করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button