topআন্তর্জাতিক

ইসরাইলে আল-জাজিরা বন্ধ করে দিতে চান নেতানিয়াহু

টাইমস ২৪ ডটনেট: ইসরাইলে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে স্থায়ীভাবে বন্ধের পায়তারা করছেন নেতানিয়াহু সরকার। তিনি সোমবার দাবি করেছেন, বর্তমান জোট সরকার দেশটির পার্লামেন্ট নেসেটে শীঘ্রই একটি আইন পাস করতে যাচ্ছে, ওই আইন অনুসারে নিরাপত্তার অজুহাতে দেশটিতে থাকা বিদেশি নিউজ নেটওয়ার্ক আল-জাজিরা বন্ধ হয়ে যাবে। লিকুদ পার্টির এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলে আল-জাজিরার প্রচারণা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেবেন নেতানিয়াহু। গত অক্টোবরে হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর দেশটিতে একটি বিল পাস হয়। এতে ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি এমন বিদেশি গণমাধ্যমগুলোকে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়।
ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় আল-জাজিরার অফিস রয়েছে। ২০২২ সালের মে মাসে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যা করে ইসরাইল। ওই সময় জেনিন শহরে ইসরাইলের একটি সামরিক অভিযানের খবর কাভার দিচ্ছিলেন তিনি। হামাসের সঙ্গে সংঘাত চলাকালে গত ছয় মাসে ইসরাইলি বোমা হামলায় শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে।

Related Articles

Back to top button