চলতি সংবাদ

নিত্যপণ্যের মজুদদারি ও সিন্ডিকেট কারসাজি বন্দের দাবিতে চট্টগ্রামে ক্যাব এর খাতুনগঞ্জ অভিমুখে পদযাত্রা

টাইমস ২৪ ডটনেট: পিঁয়াজসহ নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে কতিপয় অসাধু ব্যবসায়ী বারবার পিয়াঁজসহ নিত্যপণ্যের বাজারে কারসাজি, মজুত ও অতিমুনাফাসহ নানা কারসাজি করছেন। এভাবে নানা অজুহাতে বিষয়টিকে পাশ কাটিয়ে ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে ভোক্তাদের পকেট কাটছে। ব্যবসায়ীরা একবার পিয়াঁজ, একবার আলু, একবার আদা-মসলা, আরেকবার স্যালাইন আবার ডাবের মতো পণ্য নিয়ে কারসাজি করে মানুষের স্বাভাবিক জীবন যাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। যার কারনে পুরো বছর জুড়ে কোন না কোন পণ্যের কৃত্রিম কারসাজি লেগেই থাকে। আর সংকট নিরসনে প্রশাসন সাড়াশি অভিযান হবে বলে হুংকার দিলেও বাজার নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছাকে কার্যত ব্যর্থ করে দিচ্ছেন। যার কারনে বানিজ্য মন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার বাজার তদারকিতে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েও মাঠ পর্যায়ে তার কোন সুফল আসছে না। ১৩ ডিসেম্বর ২০২৩ইং ক্যাব চট্টগ্রামের উদ্যোগে দেশের বৃহত্তম পাইকারী বাজার খাতুনগঞ্জ অভিমুখি “সিন্ডিকেট থামাও, জীবন বাঁচাও” শীর্ষক।

Related Articles

Back to top button