topআন্তর্জাতিক

অভিযুক্ত সৌদি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা ও জার্মানি

ইয়েমেন সীমান্তে হত্যাযজ্ঞ

টাইমস ২৪ ডটনেট: ইয়েমেন সীমান্তে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক হত্যাযজ্ঞে জড়িত সৌদি সেনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা এবং জার্মানির সামরিক বিশেষজ্ঞরা। ব্রিটিশ দৈনিক দ্যা গার্ডিয়ান এই খবর দিয়েছে। পত্রিকাটি বলছে, জার্মান ফেডারেল পুলিশ সার্ভিস এবং মার্কিন সামরিক বাহিনী সৌদি সীমান্ত বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে জড়িত ছিল। সৌদি এই সীমান্ত বাহিনীকে ইয়েমেন সীমান্তে হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযুক্ত করেছে।
সৌদি সীমান্ত বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা চালানোর কারণে শত শত ইথিওপীয় শরণার্থী নিহত হয়।হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইথিওপিয় শরণার্থীর ওপর হত্যাযজ্ঞ চালিয়ে সৌদি বাহিনী সম্ভবত মানবতাবিরোধী অপরাধ করেছে। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে, ইয়েমেন থেকে ইথিওপীয় শরণার্থীরা সৌদি আরবে প্রবেশ করতে গেলে তাদের ওপর হত্যাযজ্ঞ চালায় সৌদি সীমান্ত বাহিনী।ফরেনসিক রিপোর্টের বরাত দিয়ে গার্ডিয়ান জানাচ্ছে, ইথিওপিয়ার শরণার্থীরা সীমাহীন বর্বরতার শিকার হয়েছে। এরমধ্যে অসংখ্য নারী ও শিশু রয়েছে।ব্রিটিশ দৈনিটি জানিয়েছে, ইয়েমেন সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় এদের ওপর হামলা চালানোর বিষয়টিকে সৌদি কর্তৃপক্ষ সন্ত্রাসবাদ বিরোধী লড়াই হিসেবে গণ্য করেছে। এ কারণে সৌদি সীমান্ত রক্ষীরা এসব সাধারণ মানুষের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে এবং তাদের অবস্থান লক্ষ্য করে কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে।

সূত্র: পার্সটুডে।

Related Articles

Back to top button