topআন্তর্জাতিক

চলতি বছর পশ্চিম তীরে ২ শতাধিক ফিলিস্তিনি নিহত: জাতিসংঘ

টাইমস ২৪ ডটনেট: অধিকৃত পশ্চিম তীর ও ইসরাইলে চলতি বছরে নিহত হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। ইসরাইলি নিহত হয়েছেন ৩০ জন। সোমবার জাতিসংঘের মধ্যপ্রাচ্যের দূত টর ওয়েনেসল্যান্ড এই তথ্য জানান। আলজাজিরা। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী ওয়েনেসল্যান্ড। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেন, ফিলিস্তিনিদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে হতাশা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও একটি স্বাধীন রাষ্ট্র লাভের অগ্রগতিতে বাধা সৃষ্টি এই সহিংসতা বাড়িয়েছে। আরও জানান, নিহতের সংখ্যা গত বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এমনকি ২০০৫ সালের পর এই প্রথম দুই দেশের চলমান সহিংসতায় মৃতের সংখ্যা দুই শতাধিক ছড়াল।

Related Articles

Back to top button