সারাদেশ

সীতাকুন্ডে নিরীহ মানুষের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে জাসদের সংবাদ সম্মেলন

মাহমুদ হোসেন মনির, টাইমস ২৪ ডটনেট, ঢাকা : ২৮ জুন চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ৯ জন নিরীহ মানুষের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে সীতাকুণ্ড প্রেস ক্লাবে শুক্রবার সকাল ১১ টায় জাসদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য ও সহ সভাপতি নুরুল আকতার, জাসদের সহ সভাপতি সফিউদ্দিন মোল্লা, জাসদের স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্রগ্রাম উত্তর জেলার সভাপতি বেলায়েত হোসেন, জাসদের সহ সম্পাদক মফিজুর রহমান বাবুল, জাসদ চট্টগ্রাম উত্তরের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদ হোসেন নিজামী, বিশিষ্ট সমাজ সেবক মাইনুর রহমান, নিরাপদ নৌ যোগাযোগ আন্দোলনের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল, জাসদ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারন সম্পাদক ও সন্দীপ উপজেলা জাসদের সভাপতি শহীদুল ইসলাম রিপন, সীতাকুণ্ড উপজেলা জাসদের সাধারন সম্পাদক জহুর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাসদের ওবায়দুর রহমান চুন্নু। সংবাদ সম্মেলনের প্রেক্ষিত ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নুরুল আকতার, সফিউদ্দিন মোল্লা, বেলায়েত হোসেন, আহমেদ হোসেন নিজামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে সীতাকুণ্ড আওয়ামী লীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান বাকের ভূইয়া ও উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে কুমিরা- গুপ্তছড়া নৌরুটে নিরাপদ যাত্রী পরিবহন ও ২৮ জুনের মামলা প্রত্যাহার সহ ৪ দফা দাবী উপস্থাপিত হয়।

Related Articles

Back to top button