
মীর সাজু, চরফ্যাশন প্রতিনিধি: বৃহস্পতিবার ১১:৩০ মিনিটের সময় চরপেশন আদালতে।নাজিমুদ্দিন আলম সহ। মোট্ ৪০ জন আসামি হাজির হয়ে জাবিন এর জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে জাবিন মঞ্জুর করেন । আদালতে সাক্ষী গন উপস্থিত না থাকায় মামলাটি আপাতত স্থগিত ঘোষণা করেন। যার মামলার নং S/C-১৬/০৭, G/R-১৭/07, ধারা ১৪৩/৪৪৮/ ৩২৩/৩৮০ /৩৮৫/ ৫০৬, ১১/ ৪/৭।