বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় ৫ম শ্রেণির ছাত্রের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি:যশোরের র্শাশা উপজেলার মহিষাডাোঙ্গা গ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় ৫ম শ্রেণির ছাত্র ওমর ফারুক (১০) নামে এক শিশুলর মর্মান্তকি মৃত্যু হয়েছে।
সোমবার১৯ মে সকালে শার্শা উপজেলারো
বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষর্থী।ো
প্রত্যক্ষ দর্শীরা জানান,ওমর ফারুকসকালে নানার বাড়ি শিকড়ীগ্রাম থেকে বাই সাইকেল চালিয়ে তার নিজ বাড়ী কৃষ্ণপুর গ্রামে আসছিলো।
পথে মধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ীর সামনে পৌছালে গোগা দিক থেকে আসা একটি দ্রুতগামী মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অপরদিকে একটি সূত্র বলেছে,শার্শা
উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে র্দীঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে কৃষি জমির মাটি অবৈধ ভাবে কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রিয় করে আসছে একটি চক্র। আর তা বহনের কাজে ব্যবহৃত হচ্ছেঅবৈধ ট্রাক্টর।
যার ফলে প্রতিনিয়ত সড়ক ও গ্রামগঞ্জের রাস্তায় ঘটছে দূর্ঘটনা’ ঝরছে নতুন নতুন তাজা প্রাণ।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান,দূর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাদী না থাকায় নিহতের মরদেহ সুরতহাল রিপোটের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



