
বেনাপোল প্রতিনিধি: যশোর এর বেনাপোল সীমান্ত থেকে ১ টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। (০২মে ২০২৫)-শুক্রবার থানার ধান্যখোলা সীমান্তর জেলে পাড়া নামক স্থানের একটি ধানক্ষেতের ভিতর থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। এটা ভারত বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ২৫/১ এস এর ২১ টি হতে ৫০গজ বাংলাদেশ সীমান্তের অভ্যান্তরে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি এক প্রেসবিজ্ঞপ্তি মারফত জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে বেনাপোলের ধান্যখোলা সীমান্তের জেলে পাড়া মাঠের একটি ধানক্ষেত থেকে বিজিবি সদস্যরা ১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। পিস্তল এর গায়ে কে এফ লেখা রয়েছে। এতে ধারনা করা হচ্ছে এটা ভারতের পুনে শহরে সামরিক কারখানা হতে প্রস্তুত।
উক্ত পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলে তিনি জানান।