
টাইমস ২৪ ডটনেট :লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হতে চলেছে মক্কা ও কাবা এলাকা। আল্লাহর মেহমানগণ পবিত্র হজ পালনের জন্য পবিত্র ভূমিতে যাত্রা শুরু করেছেন। ২০২৫ সালে বাংলাদেশের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার ভোর ০৩:০০ মিনিটে বিজি-৩৫০১ যোগে পবিত্র ভূমির পথে ৪১৪ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছে।
পবিত্র হজ কে সামনে রেখে সম্মানিত হজযাত্রীদের পদধ্বনিতে মুখরিত হতে শুরু করেছে আশকোনা হজক্যাম্প। হজযাত্রীগণ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে হজে যেতে পারেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে মাতৃভূমিতে ফিরে আসতে পারেন সে উদ্দেশ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল সন্ধ্যায় আশকোনা হজ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের(হিজরি১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন করেন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা জনাব ড. আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অন্যান্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর পবিত্র হজ পালনের জন্য মোট সাতাশি হাজার একশ জন যাত্রী বাংলাদেশ ত্যাগ করবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গমন করবেন পাঁচ হাজার দুইশত যাত্রী এবং বেসরকারি এজেন্টের মাধ্যেমে গমন করবেন একাশি হাজার নয়শত জন। মোট হজযাত্রীদের পঞ্চাশ শতাংশ (৪৩,৫৫০জন) পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৯ এপ্রিল থেকে ৩১ মে ২০২৫ পর্যন্ত যাত্রীগণ হজের উদ্দেশ্যে গমন করবেন। এবং ১০ জুন থেকে ১০ জুলাইয়ে ২০২৫ পর্যন্ত সময়ে হাজীগণ দেশে ফেরত আসবেন। বাংলাদেশ থেকে মোট ১১৮টি ফ্লাইট হজের উদ্দেশ্যে গমন করবে। এর মধ্যে জেদ্দার উদ্দেশ্যে ৯৪ টি এবং মদিনার উদ্দেশ্যে ২৪টি; সরকারিভাবে ১৩টি এবং বেসরকারিভাবে মোট ১০৫টি ফ্লাইট পরিচালিত হবে। এসব ফ্লাইটের মধ্যে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ৭৬টি, চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশ্যে ১৪টি, এবং সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে ৪টিসহ মোট ৯৪ টি ফ্লাইট; ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে ২০টি, চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশ্যে ৩টি এবং সিলেট থেকে মদিনার উদ্দেশ্যে ১টিসহ মোট ২৪টি ফ্লাইট পরিচালিত হবে। সরকারি ১৩টি ফ্লাইটের ৮টি মদিনার উদ্দেশ্যে এবং ৫টি জেদ্দার উদ্দেশ্যে গমন করবে। হাজিগণ মোট ১০৮টি ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরে আসবেন। যেখানে জেদ্দা থেকে ৭৪টি, মদিনা থেকে ৩৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে সরকারি ১৩টি, বেসরকারি ৯৫টি ফ্লাইট। জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ৫৯ টি, জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ১২টি এবং জেদ্দা থেকে সিলেটের উদ্দেশ্যে ৩টি মোট ৭৪টি ফ্লাইট; মদিনা থেকে ঢাকা ২৭টি, মদিনা থেকে চট্টগ্রাম ৫টি, মদিনা থেকে সিলেট ২টিসহ মোট ৩৪টি ফ্লাইট পরিচালিত হবে। এখানে সরকারি ফ্লাইট থাকবে ১৩টি। সৌদি থেকে ফেরত যাত্রীর জন্য বরাদ্দ আসন সংখ্যা ৪৫,৫৮৮টি যেখানে ঢাকায় ৩৬,১৫৮টি, চট্টগ্রামে ৭,১০৪টি, সিলেটে ২,৩২৬টি। সম্মানিত যাত্রীরা ফ্রন্টের সিট খালি থাকা সাপেক্ষে, এক পথের জন্য ১৫০ ইউএস ডলার এবং উভয় পথের জন্য ২৫০ ইউএস ডলারের বিনিময়ে ফ্রন্ট সিটে ভ্রমণ করতে পারবেন।