
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি. মো. আ. জব্বার : ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, কিশোর অপরাধ সহ বিভিন্ন অপরাধমূলক কাজ বন্ধ করে সুস্থ্য সমাজ গঠনে পুলিশ বদ্ধপরিকর। তিনি বলেন, পুলিশের পাশাপাশি এসব অপরাধমূলক কাজে বিরুদ্ধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, সমাজের সচেতন মানুষকে এসব অপরাধ নির্মুলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই সম্ভব হবে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার দেওখোলা ও ফুলবাড়ীয়া ইউনিয়নের মধ্যবর্তীস্থান ইচাইল নতুন বাজারে ফুলবাড়ীয়া থানার উদ্যোগে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে সমাজের সকল শ্রেণি ও পেশার লোকজনকে সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইচাইল বাজারের গরু হাটায় ও.সি’র এমন সচেতনতামূলক কর্মকান্ডে উপস্থিত লোকজন সন্তোষপ্রকাশ করেন। সাধারণ জনগণ অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ওসি মোহাম্মদ রুকনুজ্জামান ফুলবাড়ীয়া থানার যোগদানের পর এ ধরণের কর্মকান্ড প্রশংসিত হচ্ছে এবং সচেতনতামূল কার্যক্রম অব্যাহদ থাকলে সুস্থ্য সমাজ গঠনে সুফল বয়ে আনবে।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।