
টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বাংলা সংস্কৃতির বিকাশে, সমাজে কমবে অনাচার। কাজেই এর প্রসারে সমাজের সর্বস্তরের মানুষকে যার যার আঙ্গিক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মনে করেন বিএলডিপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব এম. নাজিম উদ্দিন আল আজাদ।
বাংলা নববর্ষ উপলক্ষে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে ১৫ এপ্রিল, রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রফেসর মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্লোবাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য, শিক্ষাবিদ প্রফেসর ডঃ আনিসুজ্জামান। নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব মোঃ মাসুদ রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সভাপতি কামার আফজা লিজা, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ, বিএলডিপি’র প্রেসিডিয়াম সদস্য এস. এম আমানউল্লাহ, বাংলার বীর ফাউন্ডেশনের সহ-সাংগঠনিক সম্পাদিকা ডাঃ রাজিউন সালমা লাবনী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের সঙ্গে একমত পোষণ করে বলেন, যত দ্রুত সম্ভব দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে রাজনৈতিক সংস্কার জরুরী। চলতি সময়ে দূর্নীতি বিরোধী অভিযান আরো জোরদার করতে এবং চিহ্নিত দূর্নীতিবাজদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের তাগিদ দেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান মাকসুদ সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী আরো কয়েজনের হাতে ষ্টার এওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম. নাজিম উদ্দীন আল আজাদ।