
টাইমস ২৪ ডটনেট :ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)- এর সদস্য নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবুকে সংবাদ প্রকাশের জেরে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিজেসি । নুরুজ্জামান লাবু শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নং- ৯০৪।
নুরুজ্জামান লাবু জানান, প্রতিবেদন প্রকাশ করায় হুমকির বিষয়টি আমাকে ভীতসন্ত্রস্ত করেছে এবং নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়েছে। আমার আশঙ্কা উক্ত ব্যক্তি বা তার সহযোগীরা আমার প্রাণনাশ বা অন্য কোনো উপায়ে আমার এবং আমার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে।
আজ মঙ্গলবার ডিজেসি সভাপতি
ইকরামুল কবীর টিপু এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হুমকীদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার দাবি জানান তারা।