
টাইমস ২৪ ডটনেট : মঙ্গলবার সকাল ১১ টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান চরফ্যাশনে বিএনপি’র পার্টি অফিসে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা ঐক্য ভাবে দলের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেন শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের হাত কে শক্তিশালী করে দলের জন্য কাজ করতে পারবেন। সে সময়ে উপস্থিত ছিলেন বিএনপি’র কান্ডারী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া সিনিয়র সহ-সভাপতি আনম আমিনুল ইসলাম মিন্টিজ। বিএনপি’র সাবেক যুবদলের যুব রত্ন আশরাফুর রহমান দিপু ফরাজী ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক শাহাদাত হোসেন মীর ছায়েদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।