বিনোদন

শাকিবের দুঃসময়ে পাশে দাঁড়ালেন বুবলী, নীরব অপু

টাইমস ২৪ ডটনেট: ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী ব্যক্তিগত জীবন নিয়েই প্রায়ই খবরের শিরোনাম হন। মূলত মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করেই হয় এসব আলোচনা। তবে তাদের উভয়ের সন্তানের বাবা হিসেবে শাকিব খানকে যথেষ্ট সম্মান করেন তারা। শাকিবের বিভিন্ন সংকটে তাদের সরব হতেও দেখা যায়। এবার ‘বরবাদ’ সিনেমার জটিলতায় বুবলী সরব হলেও নিশ্চুপ অপু।

সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার ছাড়পত্র পেতে জটিলতার মুখে পড়েছেন শাকিব খান। সিনেমাটির আনকাট ছাড়পত্র দিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আপত্তি জানাতেই সরব হয়েছেন বুবলী। ‘বরবাদ’ নিয়ে জটিলতার অবসান চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন।

বুবলী লিখেছেন, ‘একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম । সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড়পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায়!’

অভিনেত্রী আরও লেখেন, ‘আমরা ঈদের সিনেমা ‘জংলি’ যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি ‘বরবাদ’, ‘দাগি’, ‘জ্বীন’, ‘চক্কর’সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক।’

বুবলী আশা করছেন, সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে ‘বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবেন।

সার্টিফিকেশন বোর্ডে ‘বরবাদ’-এর অনুমোদন জটিলতায় বুবলী ছাড়াও শাকিবের পাশে দাঁড়িছেন নায়ক সিয়াম আহমেদ, ইমরান মাহমুদুলসহ অনেকে।

Related Articles

Back to top button