বাংলাদেশ

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে জনসাধারণের মাঝে KMUC blood donation club উদ্যোগ ইফতার বিতরণ

টাইমস ২৪ ডটনেট : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে জনসাধারণের মাঝে KMUC blood donation club উদ্যোগ ইফতার বিতরণ
কর্মসূচি আয়োজিত হয়েছে, আলহামদুলিল্লাহ উক্ত কর্মসূচিতে ২০ জন সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন, এবং ১০০ জনের অধিক মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে প্রিন্সিপাল এবং KMUC blood donation club উপদেষ্টা জনাব ইমাম জাফর স্যার আরো উপস্থিত ছিলেন খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের আহবায়ক
এবং মডেলিয়ান এক্সপ্রেস এর প্রতিষ্ঠাতা মামুন ভাই, খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফারুক ভাই আরো উপস্থিত ছিলেন KMUC blood donation club এর প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম রুমি, এডমিন পরিচালক আল আসওয়াদ ঢালী, সদস্য সচিব সামিউন সরকার,যুগ্ম সচিব আসিবুল হাসান এবং KMUC blood donation club এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button