
টাইমস ২৪ ডটনেট: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি ট্যাঙ্কার সিরিয়ার বানিয়াস বন্দরের কাছে নোঙর করেছে। ট্যাঙ্কারটি সেখানে ডিজেল সরবরাহ করতে পারে বলে তথ্য পাওয়া গেছে। সিরিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।সিরিয়ার গৃহযুদ্ধের সময় সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদকে সমর্থন দিয়েছিল মস্কো। তবে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী রাশিয়া। কারণ দেশটি সিরিয়ায় তার দুটি সামরিক ঘাঁটি ধরে রাখতে চায়।
এলএসইজি-এর তথ্য অনুযায়ী, বার্বাডোস পতাকাবাহী ট্যাঙ্কার ‘প্রক্সিমা’ প্রায় ৩০,০০০ মেট্রিক টন ডিজেল নিয়ে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রিমোর্স্ক বন্দর থেকে যাত্রা করে। বর্তমানে এটি সিরিয়ার বাণিজ্যিক বন্দরের কাছে অপেক্ষমাণ রয়েছে।যুক্তরাষ্ট্র ১০ জানুয়ারি ‘প্রক্সিমা’সহ প্রায় ১৮০টি ট্যাঙ্কারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও গত সপ্তাহে ‘প্রস্পেরিটি’ নামের আরেকটি ট্যাঙ্কার সিরিয়ার উপকূলে পৌঁছেছে, যা ৩৭,০০০ মেট্রিক টন ডিজেল বহন করছে।তথ্য গোপন করতে উভয় ট্যাঙ্কারই সিরিয়ায় পৌঁছানোর পর তাদের ট্র্যাকিং ডিভাইস বন্ধ করে দেয় বলে শিপিং তথ্য থেকে জানা গেছে।সম্প্রতি সিরিয়ায় রাশিয়ায় মুদ্রিত নতুন সিরীয় মুদ্রার চালান পৌঁছেছে। ভবিষ্যতেও এ ধরনের আরও চালান আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি মস্কো ও দামেস্কের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ইঙ্গিত।
এদিকে, পশ্চিমা দেশগুলো—যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য—সিরিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপ কিছুটা শিথিল করার ইঙ্গিত দিয়েছে, যা দেশটির অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে।