বাংলাদেশ

অব্যহতি দেয়ার পরও অফিস ছাড়ছেন না এম ডি (ভারপ্রাপ্ত) ও ডি এম ডি

টাইমস ২৪ ডটনেট:হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষে পরিচালনা বোর্ডের সংখ্যা গরিষ্ট পরিচালকবৃন্দ কোম্পানীর সমগ্র দেশের উন্নয়ন কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তাগণের মতামতের ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৩ ফেব্রুয়ারি এম ডি (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন এবং ডি এম ডি লুৎফুন নাহার আলোকে অব্যহতি দেয়া হলেও এখন পর্যন্ত তারা কোম্পানির অফিসে অবৈধ অবস্থান অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বলেন, ১৯৯৬ সালে এদেশের মানুষের কল্যানে আমরা হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড প্রতিষ্ঠা করি।

এর মাধ্যমে হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যার ফলে ২০১০ সাল পর্যন্ত শত শত কোটি টাকা ব্যবসা হয় কোম্পানির। অত্যান্ত দুঃখের বিষয় আমাদের বন্ধুবর সম্মানিত পরিচালক জনাব, মোহাম্মদ জুলহাস এবং সম্মানিত পরিচালক জনাব সালেহ হোসেন এবং তাদের মনোনীত সাবেক এমডি আজিজুল ইসলাম তালুকদার এবং তার সহকর্মীগণ যোগসাজোশে সোনালী যুগে অবসান গঠিয়ে হাজার হাজার গরিব-দুঃখী খেটে খাওয়া অসহায় গ্রাহকদের আমানত শত শত কোটি টাকা আত্মসাত করেছেন। যার ফলে বিগত ৫ থেকে ৭ বছর যাবৎ প্রায় ৫০ হাজার গ্রাহকের ১৫০ কোটি টাকার আমানত ফেরত দিতে পারছিনা। একারনেই সংখ্যা গরিষ্ঠ বোর্ডের পরিচালক হিসাবে এবং আমি বোর্ড কর্তৃক প্রাপ্ত ক্ষমতা বলে আমার নিয়োগ কৃত কোম্পানীর ভারপ্রাপ্ত এম,ডি জনাব মোঃ আব্দুল মতিন ও ডিএম ডি লুৎফুন নাহার আলো সহ কোম্পানীর ক্ষতিকারী সুনাম বিনষ্টকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টির কারণে কয়েকজনকে গত ১১, ১৩, ও ১৬ ফেব্রুয়ারি ২৫ চাকুরী হতে অব্যাহতি দেই।
এর আগে অব্যাহতি প্রাপ্ত এম ডি (ভারপ্রাপ্ত) আমার প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়েও জনাব আব্দুন মতিন আমার দুইজন পরিচালকের প্ররোচনায় আমার নিয়োগকৃত বোর্ডের সেক্রেটারী মোঃ শাহিদুল ইসলামকে বহিস্কার করে যাহা সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ ।

হাজার হাজার গ্রাহকের স্বার্থে দূর্নীতিবাজরা যাতে বঞ্চিত বীমা গ্রাহকের সঞ্চিত আমানতের অর্থ আর আত্মসাৎ করতে না পারে সেজন্য দায়িত্বশীল কর্তৃপক্ষকে আমরা সবিনয়ে অবহিত করেছি। ইতোপূর্বে বিষয়টি আইডিআরএ এবং প্রশাসনকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।
আবার গ্রাহকের পক্ষে অনেকে স্ব-প্রনোদিত হয়ে দূর্নীতিদমন কমিশন, পুলিশ প্রশাসন, আইডিআরএ এবং অনেক গ্রাহক নিজেরাই সারাদেশে তাদের আমানত পাওয়ার জন্য লিগ্যাল নোটিশ দিয়েছেন এবং মামলা করেছেন।

তিনি আরো বলেন, আমি শান্তিপ্রিয় মানুষ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আইন-শৃংখলার অবনতি, বি-শৃংখলার সৃষ্টি না হওয়ার জন্য আইন-শৃংখলা কর্তপক্ষ, প্রশাসনের দ্বারা বরখাস্তকৃত সাবেক বহিষ্কৃত এমডি (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, বরখাস্তকৃত সাবেক ডিএমডি লুৎফর নাহার আলো যাতে কোম্পানির অফিসে অবৈধভাবে অবস্থান করতে না পারে, সেজন্য আপনাদের মাধ্যমে সাহায্য চাই। আপনাদের দ্বারা হাজার হাজার গ্রাহণের আমানত রক্ষা পাবে দূর্নীতিবাজদের শায়েস্তা হবে এটা আমার ও আমাদের সংখ্যা গরিষ্ঠ সম্মানিত পরিচালক এবং কোম্পানির হাজার হাজার গ্রাহক শত শত কর্মী ও কর্মকর্তারা দের বিশ্বাস।
এই সময় চেয়ারম্যান জালাল উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক মোঃ ফয়জুল হক, পরিচালক মোঃ জালাল উদ্দিন, পরিচালক মোঃ কামাল উদ্দিন ও প্রমূখ।

Related Articles

Back to top button