বাংলাদেশ

পাঁচটি শুন‌্য নি‌য়ে ওয়ার্ল্ড ভিশ‌নের আ‌লোচনা সভা

ফুলবাড়ীয়া (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি, মো. আ. জব্বার : ময়মন‌সিং‌হের ফুলবাড়ীয়ায় পাঁচটি শুন‌্য নি‌য়ে আ‌লোচনা সভা ক‌রে‌ছে ওয়ার্ল্ড ভিশন ফুলবাড়ীয়া এ‌পি।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকা‌লে স্থানীয় হেলাল ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে ক্ষুধা, অপুষ্ট, প্লা‌স্টিকের ব‌্যবহার, শিশুশ্রম এবং বাল‌্যবিবাহমুক্ত বিষয়ক আ‌লোচনা সভায় মূখ‌্য আ‌লোচক হি‌সে‌বে আ‌লোচনা ক‌রেন ওয়ার্ল্ড ভিশন বাংলা‌দেশ ফুলবাড়ীয়া এ‌পি ম‌্যা‌নেজার নম্রতা হাওয়ে।
ফুলবাড়ীয়া সদর ইউ‌নিয়‌নের প্রোগ্রাম অফিসার সোমা চৌধুরী এর সঞ্চালনা উক্ত আ‌লোচনা সভায় বক্তব‌্য রা‌খেন ফুলবাড়ীয়া স‌দরের ইউ‌নিয়‌নের প‌্যা‌নেল চেয়ারম‌্যান মো. শ‌রিফ আলম, নাওগাও ইউ‌নিয়‌নের প‌্যা‌নেল চেয়ারম‌্যান ‌মো: মঞ্জুরুল হক মঞ্জু, ফুলবাড়ীয়া ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের সুপারভাইজার ফ‌রিদ আহ‌মেদ প্রমূখ। এসময় ফুলবাড়ীয় সদর, কুশমাইল, নাওগাও, বাকতা, কালাদহ এবং রাঙ্গামা‌টিয়া কর্ম এলাকার প্রোগ্রাম অ‌ফিসার, ইউ‌নিয়‌নের ফ‌্যা‌সি‌লি‌টেটর, সাংবা‌দিক, সরকারী-বেসরকারী প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, ভিডিসি, শিশু ও যুব ফোরাম এবং এলাকার বিভিন্ন অংশীদারগণ অংশ নেন।
উক্ত কর্মশলায় ক্ষুধামুক্ত, অপুষ্টমুক্ত, প্লা‌স্টিকের ব‌্যবহার, শিশুশ্রম এবং বাল‌্যবিবাহমুক্ত বিষয়ে বিস্তারিত আলেচানা করা হয়।
আলোচনা শেষে অংশগ্রহনকারীরা তাদের সমাজে এই ধরনের পরিবারেরা এ পাঁচটি বিষ‌য়ে
কি কি বাধার সম্মুখীন হয়ে থাকে এবং সেখানে সমস্যা সমাধানের জন্য তাদের কি কি সবল দিক রয়েছে, সেগুলি চিহ্নিত করেন। পরবর্তীতে একসাথে কাজ করার জন্য তারা কর্ম- পরিকল্পনা তৈরী করেন।

Related Articles

Back to top button