বাংলাদেশ

ফুলবাড়িয়ায় অনুদান প্রদান

ফুলবাড়‌ীয়া (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি, মো: আ: জব্বার: নি‌শ্চিন্তপুর বড়বাড়ী নূরানী ও হ‌ফে‌জিয়া মাদ্রাসার উন্নয়ন কা‌জের জন‌্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান ক‌রে‌ছেন স্থানীয় মরহুম এসহাক আলী এর পক্ষে তার সন্তা‌নেরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ার‌ী) বি‌কে‌লে মাদ্রাসা পরিচালনা ক‌মি‌টির সভাপ‌তি অধ‌্যক্ষ আর. জে. এম. সে‌লিম রেজা তালুকদার এর নিকট অনুদানের টাকা তুলে দেন মরহু‌মের ৪র্থ পুত্র মো: আ‌নিসুর রহমান।
এসময় মাদ্রাসার কোষাধ‌্যক্ষ মো: আ: জব্বার, সদস‌্য মো: জয়নাল আ‌বেদীন, মোহ‌তা‌মিম হা‌ফেজ মাও. মুফ‌তি আইয়ূব হাসান উপ‌স্থিত ছি‌লেন।
জনাব এসহাক আলী অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন মাদ্রাসার না‌মে জ‌মিও দান ক‌রে‌ছি‌লেন।
মাদ্রাস‌ায় জ‌মি ও আর্থিক অনুদান প্রদান করায় মরহু‌মের রু‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রেন এবং মাদ্রাসার পক্ষ থে‌কে ঐ প‌রিবা‌রের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপ‌তি অধ‌্যক্ষ আর. জে. এম. সে‌লিম রেজা তালুকদার।

Related Articles

Back to top button