বাংলাদেশ

হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে রাজউকের জোনাল অফিস স্থানান্তর

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর উত্তরা জোনাল অফিসের ফাইল ও নথিপত্র কাভার্ডভ্যান যোগে রাজউকের প্রধান কার্যালয়ে স্থানান্তরের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।
জানা যায়, রাজউক উপপরিচালক, এস্টেট ও ভূমি ২ এর কার্যালয় উত্তরা থেকে মতিঝিলে স্থানান্তরের হটকারী সিদ্ধান্তের আদেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে পিটিশন (মামলা নং ১৫১৮/২০২৫) দায়ের করে স্থানীয় বাসিন্দা মো. মনির হোসেন। এরই প্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি এ বিষয়ে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট ।
তবে উচ্চ আদালতের এমন নির্দেশ উপেক্ষা করে পরদিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি থেকে রাজউক উত্তরা জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা যোগসাজশে সকল ফাইল ও নথিপত্র ট্রাকযোগে স্থানান্তরের কাজ চালিয়ে যাচ্ছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযাগ, রাজউক উত্তরা জোনাল অফিস মতিঝিলে একীভূত করা হলে উত্তরা তুরাগ টঙ্গী ও নিকুঞ্জ এলাকার প্রায় লক্ষাধিক প্লট ফ্ল্যাট মালিক হয়রানি ও চরম ভোগান্তির শিকার হবেন।
উত্তরার বাসিন্দা মঞ্জরুল করিম টাইমস ২৪ ডটনেটকে বলেন, রাজউক উচ্চ আদালতের নির্দেশ মানতেছে না। অত্র এলাকার লক্ষাধিক প্লট ও ফ্ল্যাট মালিক উত্তরা থেকে ২০ কি.মি যানজট ভোগান্তির শিকার হয়ে মতিঝিল রাজউকের প্রধান কার্যালয়ে সেবা পেতে যেতে হবে। এটা কোনভাবে কাম্য নয়। তিন দফায় উত্তরার হাজার হাজার মানুষ মানববন্ধন ও কর্মসূচি পালন করলেও রাজউক কর্ণপাত করেনি। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।

 

Related Articles

Back to top button