ময়মনসিংহ থেকে হাফিজুল ইসলাম স্বপন:গণমাধ্যম ব্যক্তিত্ব,শিল্পী,গবেষক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তরু শাহরিয়ার স্বর্গ জলবায়ু বিষয়ক গণমাধ্যম গবেষণা ফেলোশিপ ২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন। নেপাল আর্ট কাউন্সিল ও ইন্সটিটিউট অব মাস কমিউনিকেশন মিডিয়া স্টাডিজ এন্ড রিসার্চ,বাংলাদেশ কর্তৃক প্রবর্তিত জলবায়ু বিষয়ক গণমাধ্যম গবেষণা ফেলোশিপ ২০২৫ প্রদান করছেন এ তরুণ গবেষক কে।এশিয়ার ৪ টি দেশের গবেষক গণ এ বছর ফেলোশিপের জন্য চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন তন্মধ্যে তরু প্রথম বাংলাদেশী।প্রায় ৭০০ টি গবেষণা প্রস্তাবনা থেকে নেপাল,শ্রীলঙ্কা,ভারত ও বাংলাদেশের চারজন গবেষক কে এবার দুই বছরের জন্য নির্দিষ্ট শর্তে গবেষণা ফেলোশিপ প্রদান করা হয়েছে বলে জানান গবেষণা ফেলোশিপের আহ্বায়ক সুন্দর ইয়াদভ ও স্বাধীন চৌধুরী। ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি গ্রহণ ও পূর্ণকালীন ছুটির বিপরীতে ফেলো হিসেবে তিনি গবেষণা কাজে ইন্সটিটিউটের একাডেমিক উইংসে যোগদান করেছেন। গণমাধ্যম কে তরু শাহরিয়ার স্বর্গ জানান,”আমি ভীষণ উচ্ছসিত আমার লালিত স্বপ্ন সত্যি হতে চলেছে।জলবায়ু পরিবর্তনের ফলে গারো আদিবাসী জনগোষ্ঠীর জীবনমানের ঝুঁকি গণমাধ্যমের করণীয় অনুসন্ধান শীর্ষক গবেষণা প্রস্তাবনাটি এ বছর ফেলোশিপের জন্য চূড়ান্ত অনুমোদন পেল।এটি আমার শিক্ষকতা ও গবেষণা জীবনে পরম প্রাপ্তি। আমি সকলের কাছে দোয়া কামনা করছি সফলভাবে কাজটি শেষ করবার জন্য “উল্লেখ্য তরু শাহরিয়ার স্বর্গ দীর্ঘ সময় ধরে উন্নয়ন সহযোগী নানান প্রতিষ্ঠান থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমে শিল্পী হিসেবে কাজ করে চলেছেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি উপস্হাপক,সংগীত ও নাট্য শিল্পী হিসেবে তার সমাদর রয়েছে।জাতিসংঘের প্রকল্প, ব্রাক এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রকল্প ,ইউনিসেফের চাইল্ড প্রটেকশন সহ দেশি বিদেশি উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা আছে তাঁর।কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননা। একাডেমিক এক্সেলেন্স ও গবেষণা কাজেও পেয়েছেন স্বর্ণ পদক।