বাংলাদেশ

বোমা হামলার হুমকি: ঢাকায় বিমানের রোম ফ্লাইটের নিরাপদ অবতরণ ও যাত্রীদের নিরাপদে বিমানবন্দর ত্যাগ

টাইমস ২৪ ডটনেট:বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি৩৫৬ গতকাল রাতে ইতালির রোম থেকে উড্ডয়ন করে আজ ২২ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ০৯:২০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি রয়েছে। সিকিউরিটি প্রসিডিউর অনুযায়ী, উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেয়া হয়। যাত্রীবৃন্দকে নিরাপদে নামানো হয় এবং সকল যাত্রী ও ব্যাগেজসহ এয়ারক্রাফট তল্লাশী করা হয়। নিরাপত্তা তল্লাশিতে কোন কিছু না পাওয়ায় ‘সিকিউরিটি থ্রেট ক্লিয়ার’ হয় দুপুর ১২:৩০টায়। যথাযথ নিরাপত্তা তল্লাশী শেষে দুপুর ১:৩০টার মধ্যে সকল যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরে অবস্থানকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।

 

Related Articles

Back to top button