টাইমস ২৪ ডটনেট: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পর নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভিডিও কল করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। চার দিন আগেই অবশ্য ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে জিনপিংয়ের। সোমবার শপথ গ্রহণ করেছেন ট্রাম্প; সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুতিনকে ভিডিও কল করেন জিনপিং।
ভিডিও কলে পুতিন এবং জিনপিং উভয়েই সামনের দিনগুলোতে রাশিয়া এবং চীনের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরও গভীর করা এবং নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার প্রতি আরও যত্নশীল হওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন বলে জানা গেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ দুই অর্থনৈতিক জোট শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এবং ব্রিকস। এ দুই জোটের প্রধান শরিক রাশিয়া এবং চীন। ২০২৪ সালে শাংহাই কো-অপারেশন এবং ব্রিকসের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত যে ইস্যুগুলোতে মস্কো এবং বেইজিং একমত হয়েছিল— ভিডিও কলে সেসব স্মরণ করেন জিনপিং।
আর পুতিন বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক যে গতিতে এগোচ্ছে, তাতে তিনি সন্তুষ্ট। ভবিষ্যতেও এই গতি অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি।
পুতিন এবং জিনপিং বরাবরই পরস্পরকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। সর্বশেষ দু’জনের সাক্ষাৎ হয়েছিল গত অক্টোবরে রাশিয়ার কাজান শহরে, ব্রিকস জোটের সম্মেলনে। সেই সাক্ষাৎ স্মরণ করে পুতিন বলেন, “আন্তর্জাতিক পরিস্থিতি যা ই হোক, যে পরিবর্তনই আসুক— চীন এবং রাশিয়ার বন্ধুত্বে তার কোনো আঁচ লাগবে না।”
পুতিনের এ কথায় সায় দিয়ে জিনপিং বলেন, “পারস্পরিক সমঝোতা এবং বন্ধুত্বপূর্ণ ও বিস্তৃত অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাপূর্ণ সম্পর্ক চীন-রাশিয়া সম্পর্কের মূল ভিত্তি। সামনের দিনগুলোতে এ সম্পর্ক নতুন প্রাণশক্তিতে বলীয়ান হয়ে উঠবে।”
সূত্র : সিএনএন