টাইমস ২৪ ডটনেট: শিক্ষায় সময়োপযোগী ও সমসুযোগ গড়ে তুলতে, সরকারের শিক্ষা সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২০২৪-২০২৫ অর্থ বছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গৃহীত প্রকল্পসমূহের RADP বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং শিক্ষাখাতের উন্নয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন চৌধুরী দৃঢ়তা প্রকাশ করেন।
সোমবার ১৩ জানুয়ারি রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়, এই সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, অতিরিক্ত সচিবগণ, মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা বিভাগ, প্রকল্প পরিচালক, যুগ্মসচিব, উপসচিবগণ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাঠ পর্যায়ের নির্বাহী প্রকৌশলীগণ, তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ ও প্রধান কার্যালয়ের প্রকৌশলীদের নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গৃহীত প্রকল্পসমূহের RADP বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, জুলাই আগষ্ট ছাত্র অভ্যুত্থানের সময় শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ প্রায় দেড় হাজারের অধিক শহীদ তাদের রক্তের বিনিময়ে অর্জিত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে স্বপ্ন লালন করেছেন সেই স্বপ্ন আজীবন বুকে ধারন করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং বর্তমান সদাশয় সরকার আমাকে গত ২১ নভেম্বর ২০২৪ তারিখ হতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) পদে মনোনীত করে এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দেশের সকল এলাকায় শিক্ষার সমসুযোগ তৈরি করনে ১২টি নতুন প্রকল্প প্রণয়নের লক্ষ্যে দুইটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প প্রণয়ন করেছে। যার জনবল কাঠামো অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পসমূহ গৃহীত হলে দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা সম্ভব হবে এবং শিক্ষার্থীদের সুষম শিক্ষার সুযোগ সৃষ্টি হবে। উক্ত প্রকল্প সমূহে ভৌত অবকাঠামো সুবিধাসহ যুগোপযোগী শিক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে শিক্ষার গুণগতমান নিশ্চিত হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প ও কর্মসূচী সমূহ মাঠ পর্যায়ের নির্বাহী প্রকৌশলীগণের মাধ্যমে বাস্তবায়ন করে থাকে। বর্তমানে মাঠ পর্যায়ে ৯টি জেলায় নির্বাহী প্রকৌশলীর পদশূন্য থাকায় প্রকল্প ও কর্মসূচীর বাস্তবায়নে নানাবিধ অসুবিধা দেখা দিচ্ছে। শিক্ষা সচিব কে উদ্দেশ্য করে বলেন, স্যার আপনি অবগত রয়েছেন, মাঠ পর্যায়ে ও প্রধান কার্যালয়ে পর্যাপ্ত জনবল না থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প ও কর্মসূচীর কার্যক্রম বাস্তবায়ন কষ্টসাধ্য হয়ে পড়েছে।
আপনার সদয় সানুগ্রহে বিগত ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন অর্গানোগ্রাম প্রণয়নে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং অর্গানোগ্রামের বিষয়ে আপনি যথাযথ দিক নির্দেশন প্রদান করেছেন। আপনার দিক নির্দেশনা অনুযায়ী একটি পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা মন্ত্রণালয়ে জমা দিব। আমরা আশা করি, আপনার সদয় নির্দেশনায় সকল ধাপ অতিক্রম করে অর্গোনাগ্রামটি একটি বাস্তব রূপ লাভ করবে এবং আমরা স্বাচ্ছন্দে আমাদের উপর অর্পিত দায়িত্ব কাঙ্খিত মান রক্ষা করে সম্পন্ন করতে পারব।
এছাড়া, মাঠ পর্যায়ে উপ সহকারী প্রকৌশলীর কার্যালয় না থাকায়, উন্নয়ন কার্যক্রমসমূহ নিয়মিত মনিটরিং করা অত্যন্ত দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপ-সহকারী প্রকৌশলীর একটি কার্যালয় স্থাপন করা গেলে মাঠ পর্যায়ে কার্যক্রমে গতিশীলতা বহুগুনে বৃদ্ধি পাবে।
উল্লেখ্য কিছু জেলায় নির্বাহী প্রকৌশলীগণের কাজসমূহ নিয়মিত তদারকির জন্য প্রয়োজনীয় যানবাহন নেই। ফলে নির্মাণ কাজ সমূহ প্রতিনিয়ত মনিটরিং করা সম্ভব পর হচ্ছে না। এ প্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীগনের জন্য গাড়ি এবং উপ সহকারী প্রকৌশলীগণের জন্য মোটর সাইকেল সংস্থানের বিষয়টির গুরুত্ব অনুধাবন পূর্বক বিষয়টি যথাযথভাবে সমাধানের জন্য মাননীয় সিনিয়র সচিব মহোদয়ের সহযোগীতা কামনা করছি।
গত ২১ নভেম্বর ২০২৪ তারিখ হতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিং দায়িত্ব) গ্রহণ করার পর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুঞ্জিভুত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমি কাজ করে যাচ্ছি। আমি সরকারী চাকুরীর কারণে অনেক মান সম্মান পেয়েছি। এই অধিদপ্তরকে সুন্দরভাবে সাজানোর জন্য আমার শেষ কর্মদিবস পর্যন্ত আমি কাজ করে যাবো।
শিক্ষা সচিবকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনার সুযোগ্য নেতৃত্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসহ বাংলাদেশের শিক্ষা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে, আমাদের উদ্যোগ এবং আপনার সহায়তার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা সমৃদ্ধির পথে এক নতুন দিগন্তের সূচনা করবে।