টাইমস ২৪ ডটনেট :বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। এ সময় তিনি সম্মানিত যাত্রীবৃন্দ, বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মীবৃন্দসহ বিভিন্ন ব্যক্তিগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিমানবন্দরের বিদ্যমান যাত্রীসেবা আরো বেগবান করতে বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, ১১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে আনুমানিক ১২০০ ঘটিকায় বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জনাব মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় তিনি বিমানবন্দরে উপস্থিত সম্মানিত যাত্রীবৃন্দের সাথে কথা বলেন এবং সকল সম্মানিত যাত্রীবৃন্দের স্বাচ্ছন্দময় ভ্রমণ নিশ্চিত কল্পে সকল প্রকার উদ্যোগ গ্রহণে নিশ্চয়তা প্রদান করলে সম্মানিত যাত্রীবৃন্দ বিমানবন্দরের বর্তমান পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সম্মানিত যাত্রীবৃন্দ ছাড়াও মাননীয় চেয়ারম্যান মহোদয় বিমানবন্দরে কর্তব্যরত এভিয়েশন সিকিউরিটি (এভসেক), ইমিগ্রেশন, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ, নব্য উদ্বোধনকৃত প্রবাসী লাউঞ্জের কর্মীবৃন্দসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা সমূহের কর্মীবৃন্দের সাথে সাথে সৌজন্য সাক্ষাৎ এবং কুশলাদি বিনিময় করেন।
এছাড়াও বেবিচক চেয়ারম্যান বাংলাদেশের প্রধান ও সর্বাধিক ব্যস্ততম বিমানবন্দরে সেবা প্রদানকারী সকল সংস্থাকে বিমানবন্দরের যাত্রী সেবা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।