ফুলবাড়ীয়ায় সিসিডিবি”র উদ্যোগে কম্বল বিতর
মো: আ: জব্বার, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি-এমএফপি) ফুলবাড়ীয়া কেশরগঞ্জ বাজার শাখার উদ্যোগে দু:স্থ,অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে সিসিডিবি’র মিলনায়তন থেকে সমিতির সদস্যদের মাঝে ও সদস্যদের বাহিরে দু:স্থ ও শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিয়া কো অর্ডিনেটর মো: নজরুল ইসলাম। শাখা ব্যবস্থাপক মো: আব্দুস সোবহান এর পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: নজরুল ইসলাম, পলাশীহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আতিকুল ইসলাম (তারা)। এসময় সমিতির অন্যান্য কর্মকর্তা, সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।