টাইমস ২৪ ডটনেট:গাজীপুরের সুনামধন্য ব্যাবসায়ী,স্টাইলিশ গার্মেন্টস এর চেয়ারম্যান ও ডিবিসি চ্যানেলের পরিচালক,বিজিএমইএ ও আন্তজার্তিক এ্যাপারেল ফেডারেশনের সদস্য,বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের পরিচালক সালাউদ্দিন চৌধুরীর নামে কিছু অনলাইন পোর্টাল মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচার করে মানহানীর চেস্টা চালিয়ে যাচ্ছে। এবিষয়ে সালাউদ্দিন চৌধুরীর নজরে আসলে তিনি এই অনিবন্ধিত পোর্টাল এর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
সংবাদের পুরোটা দেখা যায় পারিবারিক বিষয় সামনে রেখে সালাউদ্দিন চৌধুরীর পরিবার ও ব্যাক্তিগত চরিত্র হরনের অপচেস্টা করা হয়েছে।এমনকি প্রতিবেদনে তার ৬ বছরের নিষ্পাপ শিশু বাচ্চার ছবি ব্যবহার করে কাপুরুষের মতো আচরণ করেছে ।সালাউদ্দিন চৌধুরী বলেন দেশের ও মানুষের কল্যাণে সে তার শিশু সন্তান ও পরিবারকে নিয়ে দল-মত,ধর্ম মতবেদ ভূলে কাজ করে চলেছে ।দেশের বর্তমান ক্রান্তিকালে সরকারের পাশে থেকে তারা দেশের অথনীতির ও কর্মসংস্থানের জন্য ব্যাপক ভূমিকা রেখেছে।সকল মহলে তাদের সুনাম রয়েছে ।জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুনাম রয়েছে ।কিন্তু সময়ের কথা ,বতর্মান কথা সহ কিছু অনলাইন পোর্টাল একটি স্বার্থান্বেষী মহলের ইঙ্গিতে আমাকে,আমার পরিবারকে ও শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করতে মনগড়া রিপোর্ট করে ফায়দা লুটার চেষ্টা করেছে।অনিবন্ধিত সময়ের কথা সেই বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করার জন্য দুঃখ প্রকাশ করে তাদের পেজে বিবৃতি দেয়।এডিট করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য চেষ্টা করেছে বলে তাদের পেজ থেকে জানায় ।আমি রপ্তানি সেক্টর ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বরাবরই সুনামের সহিত দেশের জন্য কাজ করেছি -সালাউদ্দিন চৌধুরী বলেন।
এছাড়া আমার পরিবার কে নিয়ে আজেবাজে কথা লিখে আমার সামাজিক সম্মানহানী করেছে।নিরীহ মানুষদের হয়রানি করে ফায়দা লুটার এই প্রয়াস অত্যন্ত ঘৃণিত ।
সংবাদমাধ্যম হচ্ছে জাতীর বিবেক। সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করলে জাতীর সামনে আসল তথ্য বেরিয়ে আসবে।কিন্তু বর্তমান সময়ে এমন একটি সংবাদ পুরো জাতিকে প্রশ্নবিদ্ধ করবে বলে তিনি উল্লেখ করেন।কারন বর্তমান সরকার সংবাদের স্বাধীনতা দিয়েছেন।এই ধরনের ভূ-ফোঁড় সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে তিনি সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।এই সংঘবদ্ধ চক্রটি অসৎ উদ্দেশ্য সাধনের জন্য বর্তমান পরিস্থিতি কাজে লাগিয়ে পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ছলনার মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানা যায়।এছাড়া বিভিন্ন ফেসবুকের নকল আইডি বানিয়ে পরিবারটিকে ফাঁসানোর চেষ্টা করেছে।