টাইমস ২৪ ডটনেট, ঢাকা: রাজধানীর উত্তরায় শনিবার দুপুরে উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজ মাঠে রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএন পি’র যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ মাতা বেগম আমেনা খাতুনের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য, নজরুল ইসলাম খান ও ড. আব্দুল মঈন খানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত ১ ডিসেম্বর ২০২৪ ঢাকা উত্তরের জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. কফিল উদ্দিন মা আমেনা বেগম লাইফ সাপোর্টে থাকাকালীন সকালে রাজধানী উত্তরায় পাইভেট মেডিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে,নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
বিকাল ৩টায় রাজধানী উত্তরায় ৭নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ প্রথম জানাজা হয়।দ্বিতীয় জানাজা দক্ষিনখান ৪৭ নং ওয়ার্ড ফায়দাবাদ চাপরা মসজিদ নিজ বাড়িতে জানাজা বাদআসরে নামাজের অনুষ্ঠিত হয়েছে। শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।হালিমা খানম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা ও এলাকাবাসী।শোকবার্তায় আমেনা বেগম এর মৃত্যুতে পরিবার-পরিজনদের মতো গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।