বাংলাদেশ

হাজার কোটি টাকার ভর্তূকির সার সুফল পাচ্ছে না প্রান্তিক কৃষক

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: চাহিদার তুলনায় সারের যোগান কম হওয়ায় কৃষকদের প্রতি বস্তা সার ৪শ’ থেকে ৫শ’ টাকা বেশি মূল্যে ক্রয় করতে হচ্ছে। কৃষক পর্যায়ে সার বিক্রয়ে কৃষি মন্ত্রনালয়ের তদারকির অভাবে উচ্চ মূল্যে ভর্তুকির সার বিক্রয়। চাহিদার তুলনায় ননইউরিয়া সারের যোগান কম, সার সংকটের সম্ভাবনা। প্রতি বছর সার আমদানিতে ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা ভর্তূকি দিচ্ছে সরকার, কিন্তু কৃষকরা তার সুফল পাচ্ছেনা। চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর অঞ্চলের জেলাগুলোতে সরকার নির্ধারিত সারের বিক্রয় মূল্য উপেক্ষা করে প্রতি বস্তা সার ৪০০ থেকে ৫০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করছেন ডিলাররা।
বর্তমানে রবি ও বোরো মৌসূম চলমান, দেশে সারের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ সার রবি ও বোরো মৌসূমে ব্যবহৃত হয়ে থাকে। এই সুযোগে অসাধু ডিলারদের সিন্ডিকেট সারের চাহিদার তুলনায় সারের যোগান কম হওয়ার অজুহাতে অতিরিক্ত মূল্যে কৃষকদের নিকট সার বিক্রয় করছে। কৃষকদের অভিযোগ অনেক সার ডিলাদের নিকট সার পাওয়া যাচ্ছে না। যাদের কাছে আছে সেখানে দাম বেশি, সরকার নির্ধারিত ১০৫০ টাকা মূল্যের ডিএপি সার ১৩০০ থেকে ১৪০০ টাকা মূল্য নিচ্ছে। রবি শস্যবীজ বোপনের সময় ১৬ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই সময় মূলত নন-ইউরিয়া সার ব্যাপক ব্যবহার করা হয়। নন-ইউরিয়া সার যদি সঠিক সময়ে কৃষক না পায় তাহলে কৃষি জমিতে সার ব্যবহার কম করবে। যার ফলে ব্যাপকহারে ফসল উৎপাদন হ্রাস পাবে। ফসল উৎপাদন কম হলে দ্রব্যমূল্য কোনভাবে সরকার নিয়ন্ত্রন করতে পারবে না। আর বর্তমানে দেশের খাদ্য উৎপাদন ঘাটতি হলে আমদানি করে জনবহুল দেশে খাদ্য ঘাটতি মেটানো সম্ভব নয়। চলতি বছরে যেখানে দ্রব্যমূল্য উর্দ্ধগতিতে সাধারন মানুষের নাভিস্বাস, আর যদি দেশে উৎপাদন ব্যাহত হয়, তাহলে আগামি বছর সরকারের দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রন করা অসম্ভব হয়ে পরবে।
গত ১৯ নভেম্বর ২০২৪ তারিখে কৃষি মন্ত্রালয়ের সচিবের অফিস কক্ষে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের কার্যনির্বাহি কমিটির সঙ্গে মত বিনিময় কালে বর্তমান কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন এই মূহুর্তে দেশে পর্যাপ্ত পরিমান সারের মজুদ রয়েছে। সারের বর্তমান মজুদ দিয়ে আগামি জানুয়ারি ২০২৫ পর্যন্ত কোন সংকট হবে না, তিনি আরো বলেন বর্তমান মজুদ দিয়ে মার্চ-এপ্রিল ২০২৫ পর্যন্ত সারের চাহিদা মেটানো যাবে। অথচ কৃষি সচিবের বক্তব্যের সাথে মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন। উত্তর বঙ্গের অধিকাংশ জেলাগুলোতে নন-ইউরিয়া সারের দাম প্রতি বস্তা ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রয় হচ্ছে। কৃষকদের ভাষ্যমতে ডিলারদের কাছে পর্যাপ্ত সার না থাকার সুযোগে উচ্চ মূল্যে সার বিক্রয় করছে। বেশি টাকা দিলে সার পাওয়া যায়, বেশি টাকা না দিলে সার পাওয়া যায়না। এছাড়া দেশের পূর্বাঞ্চল যেমন মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি ও ফেনি জেলাতে নভেম্বর ২০২৪ সালে বরাদ্দের টিএসপি সার এখনো
সম্পূর্ন ডিলার পর্যায়ে সরবরাহ করা হয়নি, কারন বিএডিসি’র টিএসপি সার ঘাটতির কারনে। ডিসেম্বর ২০২৪ সালে বরাদ্দের বিপরীতে বিএডিসি’র সারের মজুদ অনেক কম। বিএডিসি’তে ডিসেম্বর মাসে বরাদ্দ যথাক্রমে টিএসপি সার ৯৩৬৮৪ মেঃটন, ডিএপি সার ১,৮৩,২৫৬ মেঃটন এবং এমওপি সার ১,২৮,৭৯৫ মেঃটন। কিন্তু বাস্তবে বিএডিসি’র অধিকাংশ গুদামগুলোতে টিএসপি এবং ডিএপি সারের মজুদ খুবই নগন্য। চাপাইনবাবগঞ্জ, রাজশাহি, বগুড়া, রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, নওগা, বরিশাল, নেত্রকোনা, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, ময়মনসিংহ, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার বিএডিসি’র গুদামগুলো হতে ডিলারদেও মাঝে ডিসেম্বর মাসের বরাদ্দের সার দেওয়ার মত পর্যাপ্ত সার মজুদ নেই। এছাড়াও নভেম্বর মাস শেষ হতে চললেও চলতি নভেম্বর মাসের বরাদ্দকৃত টিএসপি ও ডিএপি সার ডিলার পর্যায়ে সম্পুর্ন সরবরাহ করেনি বিএডিসি। বিএডিসি এর গুদাম সমূহে টিএসপি ও ডিএপি সার কম থাকায় গুদাম থেকে সার উত্তোলনের সময়সীমা ১০ দিন বৃদ্ধি করে মহাব্যবস্থাপক (সার ব্যবস্থাপনা) চিঠি প্রদান করেছেন। সারের মজুদ কম থাকায় বিএডিসি এমন সিদ্ধান্ত গ্রহন করেছে।
বিএডিসি’র আমদানিকৃত টিএসপি এবং ডিএপি সার পাইপলাইনে আছে তা দেশের বন্দরে পৌছানোর পর লাইটার জাহাজের মাধ্যমে ঘাটে খালাস করতে ডিসেম্বর ২০২৪ এর ১০ থেকে ১৫ তারিখ হয়ে যাবে। তাহলে কিভাবে বিএডিসি’র ডিলারদের মাঝে ডিসেম্বর ২০২৪ এর বরাদ্দের সার সরবরাহ করবে। বিষয়টি খুবই উদ্বিগ্নের। ডিসেম্বর মাসে সার সরবরাহে ঘাটতি হলে রবি ও বোরো শস্য উৎপাদন মারাত্বক ক্ষতিগ্রস্ত হবে। গত ২৮ নভেম্বর, ২০২৪ইং তারিখে কৃষি সচিব, কৃষি মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, বরাবর স্বারক নং- ০৫.৪৭.৫২০০.০০৫.০২.০০৩.২৪.৬৭৪।
উল্লেখিত লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এইচ এম রকিব হায়দার এর আবেদনে বলা হয় যে, জেলায় প্রচুর পরিমানে ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ অন্যান্য ফসলের চাষাবাদ শুরু হয়েছে, বিধায় প্রচুর পরিমানে নন ইউরিয়া (টিএসপি, ডিএপি ও এমওপি) সারের চাহিদা রয়েছে। বাফার গুদামে সারের পর্যাপ্ত মজুত না থাকায় ডিলারগন অগ্রিম টাকা জমা দিয়েও সার নিতে পারছেনা। ডিলারদেকে সঠিক সময়ে সার সরবরাহ করতে না পারলে মাঠ পর্যায়ে রবি ফসল চাষাবাদে বিঘ্ন ঘটবে এবং কৃষকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।
অথচ বর্তমান কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন এই মূহুর্তে দেশে পর্যাপ্ত পরিমান সারের মজুদ আছে কিন্তু বাস্তবে কি সারের পর্যাপ্ত মজুদ আছে? তাদের সিদ্ধান্তের কারনে কি দেশে সারের সংকট তৈরি হবে? এ অবস্থা চলমান থাকলে সামনের বোরো মৌসুমে সার সংকটের কারনে দেশের কৃষিজাত পন্য উৎপাদন ব্যহত হবে এবং চরম খাদ্যসংকটের মুখে পড়বে দেশ। এ সমস্যা কাটিয়ে ওঠা বর্তমান সরকারের জন্য চরম চেলেন্জের। অথচ যা কিনা খুব সাভাভিক ভাবেই সমাধান হতো বা করা যেতো, যদি না সার ক্রয় সংক্রান্ত টেন্ডার নিয়ে বারংবার ছিনিমিনি খেলা করে কালক্ষেপন না হতো। নিন্মে টেন্ডার কল ও বাতিলের বিবরন। কতিপয় দুষ্ট সিন্ডিকেট কতৃক সৃষ্ট সংকট মোকাবেলায় দেশের সনামধন্য ঠিকাদারা সমুহ বিপদের আশংকায় আর টেন্ডারে অংশ নিচ্ছেন না। বিধায় সার সংকটে পড়তে যাচ্ছে দেশ। দেশের একটি সনামধন্য দেনিকে কৃষি সচিব ড. এমদাদ উল্যাহ মিয়ান বলেছিলেন ডিসেম্বর পযর্ন্ত সারের কোন সংকট হবেনা। অথচ তিনি এখন তারই মদদ পুষ্ট সিন্ডিকেট কতৃক স্রিষ্ট এই সংকট সমাধানের লক্ষ্যে বিভিন্ন ঠিকাদারদের কাছে ধরর্না দিচ্ছেন। সময় অতিবাহিত হওয়ায় কেহ কর্নপাত করছেন না, ব্যাবসায়িক রিস্কও নিচ্ছেন না।

Related Articles

Back to top button