শনিবার (৩০ নভেম্বর) রাতে এমিরেটস ও এয়ার এরাবিয়ার আলাদা দুটি ফ্লাইটে দুই যাত্রী সুকৌশলে এই সোনা পাচারের চেষ্টা করেন। বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ দুই কেজি ২৭ গ্রাম সোনাসহ তাদের আটক করেছে।
বিমানবন্দর কাস্টমসের যুগ্ম-কমিশনার আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দর ডি-শিফটের ডিউটি চলার সময় এমিরেটস ও এয়ার এরাবিয়া ফ্লাইটে দুবাই ও সৌদি থেকে ওই দুই ব্যক্তি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামেন। এসময় তাদের ব্যাগেজ তল্লাশি করা হয়। তারা ব্যাগেজে ব্লেন্ডার মেশিনের মধ্যে কৌশলে লুকানো অবস্থায় ও ট্রলি ব্যাগের চাকার নাট বানিয়ে সোনা পাচারের চেষ্টা করছিলেন। বিমানবন্দর কাস্টমস ডি-শিফটের কর্মকর্তারা দুই যাত্রীকে আটক করেন।
আটকদের থেকে ২ কেজি ২৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের এই কর্মকর্তা।